ভিডিওতে নাচের মহড়ার সময় সুহানাকে তাঁর বন্ধুদের সঙ্গে মজা করতে দেখা গিয়েছে।
ভিডিওতে শাহরুখ-কন্যাকে ফুটলুজ গানে বন্ধুদের সঙ্গে তাল মিলিয়ে নাচতে দেখা গিয়েছে।
সুহানা তাঁর বাবা শাহরুখের জিরো সিনেমায় সহকারী হিসেবে কাজ করেছিলেন। জল্পনা চলছে, খুব শীঘ্রই বলিউডে অভিষেক হতে পারে তাঁর। তাঁকে কর্ণ জোহর ট্রেনিং দিচ্ছে বলেও শোনা যাচ্ছে।
এর আগে গত বছর একটি ম্যাগাজিনের কভার পেজে দেখা সুহানার ছবি দেখা গিয়েছিল। এর থেকেই স্পষ্ট হয়ে গিয়েছিল যে, অভিনয়কেই কেরিয়ার হিসেবে বেছে নিতে চান সুহানা।