মুম্বই: ‘মোহরা’ মনে পড়ে?? ১৯৯৪ সাল। ‘তু চিজ বড়ি হ্যায় মাস্ত মাস্ত’-এর সুরে মেতেছিল সারা দেশ। সেইসঙ্গে রবিনা তন্ডনের লাস্য। ওই ছবিরই আরেকটি গান ‘টিপ টিপ বরসা পানি’। রবিনা আর অক্ষয় কুমারের রসায়ন এখনও মুগ্ধ করে দর্শককে। কিন্তু এর পিছনের গপ্পোটা একেবারেই রোম্যান্টিক নয়। সম্প্রতি একটি সাক্ষাৎকারে রবিনা জানিয়েছেন, এই গানটিতে রবিনাকে খালি পায়ে নাচতে হয়েছিল একটি নির্মীয়মান বাড়ির ছাদে। যেখানে এদিক-সেদিক পড়েছিল পেরেক!
আর কুচি কুচি পাথর। পুরো শুটিং করতে গিয়ে রবিনার পা-হাত কেটে-ছিঁড়ে একাকার। হাঁটুতে প্রবল চোট। সেই ব্যথা নিয়েই আবার চলল শুটিং। জ্বরও এসে যায় অভিনেত্রীর। কিন্তু তাতেও ছুটি নেই। মধু-আদা খেয়ে জ্বরের কষ্ট দমিয়ে রেখেই কাজ করেছিলেন রবিনা।