বেজিং: চিনে ইতিহাস সৃষ্টি করল আমির খান অভিনীত ‘দঙ্গল’। সেখানকার বক্স অফিসে এখনও পর্যন্ত ছবিটি ১১.৭ কোটি ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ৭৬০ কোটি টাকা) কামিয়েছে। নন-হলিউড ছবির নিরিখে যা সর্বোচ্চ।


গত ৫ মে চিনে মুক্তি পেয়েছে ‘দঙ্গল’। ভারতীয় কুস্তিগীর মহাবীর সিংহ ফোগটের জীবনের ওপর ভিত্তি করে তৈরি এই ছবিটি প্রথম থেকেই সেখানকার বক্স অফিসে সাড়া ফেলে।


চিনের একটি বিনোদন-সমীক্ষা সংস্থার মতে, যেভাবে ছবিতে মহিলাদের ক্ষমতায়ণ দেখানো হয়েছে, তা স্থানীয় জনতাকে ভীষণই আকৃষ্ট করেছে। একটি শনিবারে দঙ্গল প্রায় ১.৫ কোটি মার্কিন ডলার কামিয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।


চিনে বিদেশি (হলিউডের বাইরে) ছবির ক্ষেত্রে এতদিন সর্বোচ্চ আয় করা ছবি ছিল জাপানি ‘ইওর নেম’। সেটি ৮.৪ কোটি মার্কিন ডলার আয় করেছিল। এখন দঙ্গল সেই রেকর্ড ভেঙে নতুন ইতিহাস রচনা করেছে।


১৯৫০ সালে চিনে মুক্তি পায় রাজ কপূর অভিনীত ‘আওয়ারা’ ছবিটি। সংস্থাটির দাবি, ‘দঙ্গল’ ছবিটিও তেমনই জনপ্রিয়তা লাভ করেছে। বর্তমানে চিনের প্রায় ৭ হাজার স্ক্রিনে চলছে ‘দঙ্গল’।


প্রসঙ্গত, চিনে আমির খানের একটি আলাদা ফ্যান-বেস রয়েছে। চিনা মাইক্রো-ব্লগিং সাইট উইবো-তে আমিরের প্রায় সাড়ে ৬ লক্ষ ফলোয়ার রয়েছে।


‘দঙ্গল’-এর আগে তাঁর অভিনীত ‘থ্রি ইডিয়টস’ ও ‘পিকে’ উভয়ই বিপুল জনপ্রিয়তা লাভ করে। তা মাথায় রেখেই বেজিং, সাংহাই ও চেংডুতে গিয়ে দঙ্গল-এর প্রচারে সামিল হয়েছিলেন আমির খান।