বেজিং: ‘দঙ্গল’-এর কামাল চিনে। আমির খানের এই ছবি প্রতিবেশী দেশ চিনের সিনেমার ইতিহাসেও বড়সড় সাফল্যের নজির গড়েছে। চিনের সিনেমার ইতিহাসে ৩৩ তম ছবি হিসেবে ১০০ কোটি আরএমবি অর্থাত্ ভারতীয় মুদ্রায় ১০০০ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে ‘দঙ্গল’।


টিনের টিকেটিং ওয়েবসাইট মাওইয়ান-এর তথ্য অনুযায়ী, চিনে এর আগে মাত্র ৩২ টি সিনেমা ১০০ কোটি আরএমবি ব্যবসা করতে পেরেছিল। সেই প্রথমসারির সিনেমার তালিকাতে ঢুকে গেল বলিউডি ছবি ‘দঙ্গল’।

গত কয়েক বছর ধরে চিন মুলুকে ভারতীয় সিনেমার প্রচারের দায়িত্বে রয়েছে সে দেশেরই সংস্থা স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স। এই সংস্থার অংশীদার প্রসাদ শেঠ্ঠির গলায় উচ্ছ্বাসের সুর। তিনি বলেছেন, কোনও ভারতীয় সিনেমার এটি একটা নজিরবিহীন সাফল্য। চিনে সুপারহিট ‘দঙ্গল’।

গত ৫ মে চিনে মুক্তি পেয়েছিল দঙ্গল। তারপর থেকেই বক্সঅফিসে ব্যাপক সাড়া ফেলে সিনেমাটি। এরপর টানা ১৫ দিন ব্যবসায়িক সাফল্যের নিরিখে শীর্ষে থাকার পর গতকাল দ্বিতীয় স্থানে নেমে এসেছে এই সিনেমা। এখন ‘পাইরেটস অফ ক্যারিবিয়ান ৫’ প্রথম স্থানে উঠে এসেছে।

শেঠ্ঠি জানিয়েছেন, এখনও চিনের ৯০০০ পর্দায় চলছে ‘দঙ্গল’। চিনে আমিরের এই সিনেমার সাফল্য ভারতীয় সিনেমার জন্য দারুন সুসংসাদ। কারণ, বিশ্বে সবচেয়ে বেশি আয়ের সুযোগ তো এখানেই রয়েছে।

শুধু তাই নয়, ‘দঙ্গল’-এর হাত ধরে আমির হয়ে উঠেছেন চিনের সোশ্যাল মিডিয়ায় সবচেয়ে জনপ্রিয় ভারতীয় তারকা। ফলোয়ারের সংখ্যাটা পৌঁছেছে ৬.৫৫ লাখে।