শাহরুখের বিখ্যাত স্টেপ পারফর্ম করলেন আমিরের ‘দঙ্গল’ কন্যা
ABP Ananda, Web Desk | 10 Jan 2017 07:58 AM (IST)
মুম্বই: ‘দঙ্গল’-এ আমির খানের ছোট মেয়ে ববিতার ভূমিকায় তাঁর পারফরম্যান্স সকলের মন জিতেছে। এবার সানিয়া মালহোত্রা হাঁটছেন শাহরুখ খানের পায়ের ছাপ ধরে। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেছেন তিনি। তাতে দেখা যাচ্ছে, ‘কভি আলবিদা না কহেনা’-য় শাহরুখের ‘মিতওয়া’ গানের স্টেপ অনুসরণ করছেন তিনি। দেখে নিন সেই ভিডিও