মেষ
অার্থিক ব্যাপারে কোনও সুবিধা মিলতে পারে । আজ সকালের দিকে একটু সাবধানে চলুন, কোনও আঘাত লাগতে পারে । প্রিয়জনের কোনও খবর মিলতে পারে । শরীর নিয়ে চিন্তা ।
বৃষ
কর্মস্থানে আপনার প্রতিভার প্রকাশ । অার্থিক ব্যাপারে চাপ বাড়তে পারে । সংসারে অশান্তি থেকে মুক্তি পেতে পারেন । পিতার সঙ্গে কোনও আলোচনায় উপকার পাবেন ।
মিথুন
আইনি কাজে জয় আশা করা যায় । মনের দিকে একটু চঞ্চলতা থাকতে পারে । ব্যবসার দিকে কোনও অশান্তির জন্য অর্থক্ষয় হতে পারে ।
কর্কট
আজ বিভিন্ন দিকে একটু ক্ষতির সম্ভাবনা দেখা যাচ্ছে । কোনও লোকের কাছে প্রতারিত হতে পারেন । ব্যবসার দিকে একটু বুঝে চলুন । বাড়তি কোনও খরচের জন্য মাথা গরম ।
সিংহ
ভাল কোনও কাজের জন্য ব্যয় বাড়তে পারে । প্রেমের ব্যাপারে মানসিক যন্ত্রণা । আজ আপনার হাতে কোনও ক্ষতি হতে পারে । সন্তানের জন্য কোনও কাজের যোগ ।
কন্যা
ব্যবসার দিকে কাউকে বিশ্বাস করে খারাপ ফল পাবেন । ভাল যোগাযোগ পাবেন না । চাকরির স্থানে শুভ কিছু ঘটতে পারে, তবে কাজের চাপ বাড়তে পারে ।
তুলা
আজ দূরে কোনও স্থানে ভ্রমণের আলোচনা । দাম্পত্য জীবনে সুখের মুখ দেখতে পাবেন। ব্যবসার দিকে ভাল ফলের আশা করা যায় । পিতার সঙ্গে কোনও বিবাদের জন্য মানসিক চাপ ।
বৃশ্চিক
এমন কোনও ভুলের জন্য মনে গ্লানি আসতে পারে । পায়ের নীচে কোনও আঘাত লাগতে পারে । ব্যবসার জটিলতা আজ কেটে যেতে পারে । স্ত্রীর সঙ্গে কোনও আলোচনা ।
ধনু
কোনও কাজের জন্য মনে চঞ্চল ভাব থাকতে পারে । সামাজিক কাজে বদনাম আসতে পারে । কোনও রোগ থেকে আজ মুক্তি পেতে পারেন । বেশী তর্ক না করা ভাল ।
মকর
সংসারের মঙ্গলের জন্য কোনও কাজে খরচ বাড়তে পারে । মাথার যন্ত্রণার জন্য কাজের ক্ষতি হতে পারে । অর্থের ব্যাপারে চাপ আসতে পারে । স্ত্রীর সঙ্গে বিবাদ ।
কুম্ভ
ভ্রমণের জন্য মনে আনন্দ বাড়তে পারে । আইনি কোনও সমাধান আজ পেতে পারেন । বাড়িতে কাজের লোকের সঙ্গে বিবাদ । সন্তানের জন্য চিন্তা বাড়তে পারে ।
মীন
শরীরে কোনও অংশে ক্ষত বাড়তে পারে । অপরের জন্য কোনও কাজ করে বদনাম আসতে পারে । ব্যবসার চাপ থেকে একটু মুক্তি পেতে পারেন । হজমের সমস্যা বৃদ্ধি । জ্যোতিষ শ্রী জয়দেব