‘দঙ্গল’ এফেক্ট, কুস্তির আখড়ায় ১০০ ম্যাট দেবে হরিয়ানা সরকার
ABP Ananda, Web Desk | 02 Jan 2017 11:00 AM (IST)
চণ্ডীগড়: ‘দঙ্গল’-এ অনুপ্রাণিত হরিয়ানা সরকার জানিয়ে দিল, রাজ্যের আখড়াগুলোয় ১০০ কুস্তির ম্যাট দিয়ে সাহায্য করবে তারা। যে দুই কুস্তিগীর বোন গীতা, ববিতা ও তাঁদের বাবা মহাবীর সিংহ ফোগতের জীবন নিয়ে ‘দঙ্গল’, সেই বোনদের সঙ্গে দেখা করেন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খাট্টার। দেখা করেন মহাবীরের সঙ্গেও। পরে তিনি জানান, মুখ্য সচিবের নেতৃত্বে একটি কমিটি তৈরি করছে তাঁর সরকার। তাদের কাজ হবে রাজ্যের প্রতিভাধর খেলোয়াড়দের চাকরি দেওয়ার প্রক্রিয়া ত্বরাণ্বিত করা। ওই কমিটির প্রস্তাব মত, খেলোয়াড়দের ওপর একটি নয়া নীতি নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।