মুম্বই: শুক্রবার মুক্তি পেয়েছে ‘দঙ্গল’। আর সোমবারেই তা পৌঁছে গেল ১০০ কোটির ক্লাবে।
শুধু একদিনে গোটা দেশে ‘দঙ্গল’-এর কালেকশন দাঁড়িয়েছে ৪২.৩৫ কোটি টাকা। তিন দিনে ১০৬.৯৫ কোটি। বিদেশে পরিমাণটা ১৪৮.৪৫ কোটি। ছবির তামিল ও তেলেগু ভার্সন থেকে আয় হয়েছে ১.০৭ কোটি টাকা।
উত্তর আমেরিকায় প্রথম কদিনেই ৪ মিলিয়ন মার্কিন ডলার ব্যবসা করেছে ‘দঙ্গল’। শুধু রবিবারের বক্স অফিস রিপোর্টই বলছে, সংখ্যাটা ছুঁয়ে গেছে ১.২ মিলিয়ন!
উপসাগরীয় দেশগুলিতে ব্যবসা হয়েছে ২.৭৮ মিলিয়ন মার্কিন ডলার। ব্রিটেনে এখনও পর্যন্ত ১.০২ মিলিয়ন মার্কিন ডলারের বেশি ব্যবসা করেছে ছবিটি।
প্রথম সপ্তাহেই ১০০ কোটির ক্লাবে ‘দঙ্গল’
ABP Ananda, Web Desk
Updated at:
27 Dec 2016 09:23 AM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -