মেষ
সকাল থেকে কোনও জটিল সমস্যার ভিতর পড়তে হতে পারে । শরীর নিয়ে একটু চিন্তা থাকবে । আপনার ভাল কাজে বন্ধুরা হিংসা করবে । স্ত্রীর সঙ্গে দূরে ভ্রমণ হতে পারে।
বৃষ
আজ বন্ধুদের সঙ্গে কোনও ছোট বিষয়ে বিবাদ হতে পারে । প্রেমের ব্যাপারে আজ খুব ভাল খবর আসতে পারে। কর্মস্থানে পদোন্নতির যোগ । বাবার কাছে আবদার ।
মিথুন
অপরের উপকার করতে গিয়ে বদনাম হতে পারে । প্রেমের জন্য চিন্তা বাড়তে পারে। শরীরের কোনও কষ্টের জন্য কর্মে ব্যাঘাত। সম্পত্তির জন্য ভাই বোনে অশান্তি।
কর্কট
লোকের সঙ্গে মজা করবার মনোভাব থাকবে সারাদিন । ব্যবসার ব্যাপারে চিন্তা ও চাপ বাড়তে পারে । আজ বিপদে অপর কোনও ব্যক্তির সাহায্য পাবেন না । তর্ক বেশি না করা ভাল হবে ।
সিংহ
কোনও ভাল কাজে গিয়ে নিরাশ হয়ে ফিরে আসতে হতে পারে । তবে সমাজের কোনও কাজে সম্মান বাড়তে পারে । প্রেমের জন্য কিছু প্রাপ্তি হতে পারে । পেটের কোনও সমস্যা বাড়বে।
কন্যা
সংসারে কোনও কারণে বিবাদ বাধতে পারে কিন্তু মাথা গরম করবেন না । প্রেমের জন্য বাবা মার কথায় মনের কষ্ট বাড়তে পারে । কোনও কারণে আজ আশাভঙ্গ হতে পারে।
তুলা
মনের জোরে শত্রুকে পরাস্ত করতে পারবেন । বন্ধুর ভালবাসার জন্য আজ কোনও ত্যাগ করতে হতে পারে । ব্যবসার জন্য শুভ সময় আসতে চলছে । ধারালো জিনিস থেকে সাবধান ।
বৃশ্চিক
শরীর নিয়ে চিন্তার কারণ হতে পারে । বন্ধুর ভাল ব্যবহারের জন্য মনে আনন্দ বাড়বে । মহিলা ঘটিত ব্যাপারে কোনও মিথ্যা অপবাদ আসতে পারে । কাঠের ব্যবসায় একটু ভাল সময় ।
ধনু
সকাল থেকে পেটের যন্ত্রণা বাড়তে পারে । কোনও উচ্চ ব্যক্তির জন্য সমস্যার সমাধান হতে পারে । আজ ভ্রমণে কোনও বিপদ আসতে পারে । কলা বিদ্যায় সাফল্য লাভ । বিবাহিত জীবন ভাল মন্দের ভিতর দিয়ে যাবে।
মকর
মনের ভিতর আজ শান্তি অনুভব করতে পারেন । কর্মস্থানে কোনও কিছুতে উচ্চ ব্যক্তির মন পাবেন । প্রেমের জন্য প্রচণ্ড ঝুঁকি নিতে হতে পারে। শরীর নিয়ে চিন্তা ।
কুম্ভ
অপরের কোনও কিছু লাভ করবার জন্য উপকার হতে পারে । আজ বেশিরভাগ কাজে বাধা আসতে পারে । দাঁতের যন্ত্রণা বাড়তে পারে । সঞ্চয় বাড়বে । সন্তানের জন্য খরচ।
মীন
খেলার ব্যাপারে উন্নতির সুযোগ আসছে । কর্মস্থানে কোনও মহিলার জন্য অপমান হতে পারে । আজ ফাটকায় কিছু প্রাপ্তি হতে পারে । গুরুজনের জন্য ডাক্তার খরচ বাড়তে পারে।