মুম্বই: ‘দঙ্গল’-এর স্ক্রিনিংয়ের পর সলমন খান বলেছিলেন, পেশাগত দিক থেকে আমির খানকে হিংসে করেন তিনি। কিন্তু বক্স অফিসে প্রথম দিনের হিসেবে ‘সুলতান’-কে ধোবি পাট আছাড় মারতে ব্যর্থ ‘দঙ্গল’। বরং এখন থেকেই সুপারহিট বলে গণ্য হলেও প্রথম দিনে বক্স অফিস ঝনঝনানি বলছে, ‘সুলতান’-এর থেকে বেশ কিছুটা পিছিয়ে আমিরের ছবি।
মুক্তির প্রথম দিনে ‘সুলতান’ তুলেছিল ৩৬.৫৪ কোটি টাকা। প্রথম সপ্তাহে তোলে ১৮০ কোটি। সব মিলিয়ে ২০১৬-য় দেশের বাজারে ‘সুলতান’-এর সাফল্য সবথেকে বেশি- ৩০০.৪৫ কোটি টাকা।
আশা করা হয়েছিল, ‘দঙ্গল’-ও প্রথম দিন ৩০ কোটি ছুঁয়ে ফেলবে। কিন্তু একটু পিছনে রয়ে গেছে ছবিটি।
তবে আমিরের ছবি প্রথম দিনে ৩০ কোটির ব্যবসা করে না। ব্যতিক্রম অবশ্য রয়েছে, ‘ধুম থ্রি’ প্রথম দিন তুলেছিল ৩৬.২২ কোটি টাকা।
তবে এখনও পর্যন্ত বলিউডে সবথেকে হিট আমিরেরই ‘পিকে’, তার রেকর্ড ভাঙতে পারেনি ‘সুলতান’-ও।
‘দঙ্গল’ বনাম ‘সুলতান’: প্রথম দিনের হিসেবে সলমনকে মাত করতে ব্যর্থ আমির
ABP Ananda, Web Desk
Updated at:
24 Dec 2016 05:21 PM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -