মুম্বই:  ৭০-এর দশকে অভিনেত্রী পরভিন ববির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল সেসময় পর্দায় ভিলেনের চরিত্রে অভিনয় করা ড্যানি ডেনজঙপার। এমনকি সেসময় বছর চারেক তাঁরা লিভ টু গেদারও করেন। এখবর সেই সময় যথেষ্ট আলোড়ন ফেললেও, প্রায় অনেকেরই জানা। কিন্তু যেটা হয়তো অনেকে জানেন না, সেই ভালবাসার সম্পর্কে ভাঙন ধরেছিল অমিতাভ বচ্চনের জন্যে।

সম্প্রতি এক সাক্ষাত্কারে খোলাখুলি তাঁর জীবনের এই প্রেমের কথা বলেছিলেন ড্যানি। বর্তমানে গ্ল্যামার দুনিয়া থেকে কিছুটা দূরেই সরে থাকেন তিনি। নিজের জীবনের সেই উত্তাল সময়ের কথা বলতে গিয়ে আবেগপ্রবণ ড্যানি বলেন, আচমকাই তাঁর সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করেছিলেন পরভিন। কিন্তু তার পিছনে যে কারণ ছিল, সেটা অত্যন্ত অস্বাভাবিক। ড্যানির বাড়িতে অমিতাভ বচ্চনের কোনও এক সাক্ষাত্কার পড়েছিলেন পরভিন। সেখানে বিগ বি কোথাও বলেছিলেন ড্যানি তাঁর ঘনিষ্ঠ বন্ধু। এরপরই ববি ভাবতে শুরু করেন ড্যানি বিগ বি-র চড়, বাড়তে থাকে তাঁদের দূরত্ব। মূলত প্যারানোয়েড স্কিজোফ্রেনিয়ায় আক্রান্ত ছিলেন পরভিন ববি। তাই অনেক তারকা সম্পর্কেই তাঁর মনে একটা আতঙ্ক তৈরি হয়েছিল। সেই তারকাদের মধ্যে ছিলেন বিগ বি-ও।

ড্যানি ছাড়াও পরভিনের কবীর বেদী, মহেশ ভট্টের সঙ্গেও প্রেমের সম্পর্ক ছিল। তবে জীবনের শেষ সময় এসে তাঁর পাশে আর সেরকম কেউ ছিলেন না, দাবি ড্যানির। প্রেম ভেঙে গেলেও, জীবনের শেষ দিন পর্যন্ত পরভিনের বন্ধু ছিলেন ড্যানি। তাই অন্য মহিলার সঙ্গে ড্যানি নতুন সম্পর্কে আবদ্ধ হওয়ার পরও আচমকাই তাঁর বাড়িতে মাঝেমধ্যে হাজির হয়ে তাঁকে বহুবার অস্বস্তিতেও ফেলেছেন পরভিন।