Kannada Actor Darshan Thoogudeepa: বিখ্যাত কন্নড় অভিনেতা দর্শন থুগুদীপাকে পুলিশ সম্প্রতি খুনের মামলায় আটক করেছে। মহীশূরে বেঙ্গালুরু পুলিশের হেফাজতে বন্দি হয়েছেন দর্শন থুগুদীপা। তাঁকে এখন মহীশূর থেকে বেঙ্গালুরুতে আনা হচ্ছে। একটি হত্যা মামলায় জনৈক অপরাধী অভিনেতা দর্শনের (Darshan Thoogudeepa Detained) নাম নিলে পুলিশি তৎপরতায় তাঁকে গ্রেফতার করা হয়। অভিযোগ এই যে, খুনের মামলার সেই অপরাধীর সঙ্গে দর্শন থুগুদীপার নিয়মিত যোগাযোগ ছিল।


আসল ঘটনাটা কী


মঙ্গলবার সকালে কন্নড় অভিনেতা দর্শন থুগুদীপা এবং তাঁর নয়জন সহযোগীকে আটক করে বেঙ্গালুরু পুলিশ। চিত্রদূর্গে রেনুকাস্বামী নামে এক ব্যক্তির খুনের ঘটনার সঙ্গে অভিনেতা (Darshan Thoogudeepa Detained) এবং তাঁর সহযোগীরা যুক্ত আছেন বলে সন্দেহ করা হচ্ছে। রেণুকাস্বামী চিত্রদূর্গের এক ওষুধের দোকানে কাজ করতেন এবং কিছুদিন আগেই তাঁর বিবাহ হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে যে, রেণুকাস্বামীকে প্রথমে চিত্রদুর্গ থেকে অপহরণ করে শহরের পশ্চিম দিকে নিয়ে গিয়ে খুন করা হয়। পরে একটি নর্দমা থেকে তাঁর লাশ খুঁজে পায় পুলিশ। শরীরে গভীর আঘাতের চিহ্ন ছিল স্পষ্ট। ফলে এই ঘটনা যে খুন তা আর বুঝতে বাকি থাকে না।


বেঙ্গালুরু পুলিশ জানিয়েছে যে, চিত্রদূর্গের এক ব্যক্তিকে খুনের মামলায় সন্দেহভাজন হিসেবে অভিনেতা দর্শন থুগুদীপা (Darshan Thoogudeepa Detained) এবং তাঁর সহযোগীকে হেফাজতে নেওয়া হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই বিষয়টি এখনও তদন্তাধীন বলে এখন স্পষ্ট করে কোনও তথ্য পাওয়া যায়নি।


নানা বিতর্কে জড়িয়েছেন দর্শন


২০১১ সালে গার্হস্থ্য হিংসার মামলা করেছিলেন দর্শন থুগুদীপার স্ত্রী। আর সেই মামলায় তাঁকে গ্রেপ্তারও করা হয়েছিল। ১৪ দিনের জন্য বিচার বিভাগের হেফাজতে বন্দি ছিলেন তিনি। ২০১৬ সালেও দর্শনের স্ত্রী তাঁর বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। পরে ২০২১ সালে মহীশূরের একটি হোটেলে হামলার ঘটনাতেও উঠে আসে দর্শন থুগুদীপার নাম।


দর্শনের অভিনয়জীবন


কন্নড় ইন্ডাস্ট্রির প্রবীণ অভিনেতা থুগুদীপা শ্রীনিবারসের পুত্র দর্শন থুগুদীপা। ১৯৭৭ সালে 'মহাভারত' ছবির মধ্য দিয়ে অভিনয়জীবন শুরু করেন দর্শন। এর আগে তিনি ছিলেন পেশায় একজন প্রজেকশনিস্ট। প্রথমে পার্শ্বচরিত্রে অভিনয়, তারপর নায়কের ভূমিকায় অভিনয় করতে দেখা যায় তাঁকে। 'ম্যাজেস্টিক' ছবির হাত ধরেই চলচ্চিত্রের দুনিয়ায় পরিচিতি পান দর্শন থুগুদীপা।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: Mirzapur Season 3: আবারও গদির লড়াইয়ে 'রক্তাক্ত' হবে সম্পর্ক, আসছে 'মির্জাপুর সিজন ৩', কবে মুক্তি?