কলকাতা: জামাইষষ্ঠীর দিন নতুন ছবির ঘোষণা। শিলাদিত্য মৌলিকের (Shiladitya Moulik) নতুন ছবির টিজার প্রকাশ্যে এল আজ। মুখ্যভূমিকায় অভিনয়ে বিক্রম চট্টোপাধ্যায় (Bikram Chatterjee), মধুমিতা সরকার (Madhumita Sarkar), দর্শনা বণিক (Darshana Banik)। ছবির নাম 'সূর্য'। এই ছবির শ্যুটিং হয়ে গিয়েছিল আগেই। আজ মুক্তি পেল টিজ়ার। উত্তরবঙ্গে শ্যুটিং হয়েছে ছবিটার। আজ, ছবির টিজ়ার পোস্ট করে বিক্রম লিখেছেন, 'নিজের না পাওয়াগুলো অন্যদের উজাড় করে দেওয়ার নাম সূর্য.. আসছে শীঘ্রই'।


এই ছবিতে চমক রয়েছে বিক্রমের চরিত্রে। টিজ়ারে কেবল বিক্রমেরই লুক প্রকাশ পেয়েছে। সেখানে দেখা যাচ্ছে, জল থেকে ডুব দিয়ে উঠে একটি সিগারেটে টান দিচ্ছেন বিক্রম। ক্যামেরার টপ শটে কেবল গাঢ় সবুজ জল ও বিক্রমের মুখ। প্রসঙ্গত, শ্যুটিং হওয়ার সময় জানানো হয়েছিল এই ছবির নাম হতে চলেছে 'কে প্রথম কাছে এসেছি'। আজ টিজার প্রকাশ্যে আসতে দেখা গেল, বদল হয়েছে ছবির নাম। 'কে প্রথম কাছে এসেছি' থেকে বদলে, এই সিনেমার নাম করা হয়েছে সূর্য। 


প্রসঙ্গত, একাধিক ছবির কাজ রয়েছে বিক্রমের হাতে। তথাগত মুখোপাধ্যায়ের পরিচালনায় মুক্তি পাওয়ার কথা 'পারিয়া'-র দ্বিতীয় অধ্যায়। প্রথম ছবিটি জনপ্রিয় হওয়ার পরেই তার সিক্যুয়েলের ভাবনা ভেবে ফেলেছেন নির্মাতারা। এখনও শুরু হয়নি এই ছবির শ্যুটিং। অন্যদিকে সদ্য 'অমরসঙ্গী' ছবির জন্য শ্যুটিং শেষ করেছেন বিক্রম। এখানে সোহিনী সরকারের বিপরীতে দেখা যাবে তাঁকে। অন্যদিকে, দর্শনার হাতে রয়েছে 'দেবী চৌধুরানী'-র মতো বড় ছবি। সেই ছবির শ্যুটিংও আপাতত শেষ। এখানে 'সাগর'-এর ভূমিকায় দেখা যাবে দর্শনাকে। মধুমিতা আপাতত সোহম ও পরিমণির সঙ্গে কাজ করছেন নতুন ছবি 'ফেলু বক্সি'-তে। পরিচালক শিলাদিত্য মৌলিক এর আগে পরিচালনা করেছিলেন 'মাস্টারমশাই আপনি কিছু দেখেননি'। তবে এই ছবিটি এখনও মুক্তি পায়নি। শিলাদিত্যর আগের ছবি 'সোয়েটার' জনপ্রিয়তা পেয়েছিল।


 



 


আরও পড়ুন: Sourav-Darshana Jamai Sasthi: মেনুতে বাসন্তী পোলাও, মাটন, চিংড়ি... হলুদ পোশাকের রংমিলান্তিতে প্রথম জামাইষষ্ঠী সৌরভ-দর্শনার


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।