তোর্ষা ভট্টাচার্য্য, কলকাতা: প্রথম জামাইষষ্ঠী বলে কথা। বিশেষ দিনটার জন্য হলুদ শাড়ি আর পাঞ্জাবি বেছেছিলেন অভিনেতা সৌরভ দাস (Sourav Das) ও অভিনেত্রী দর্শনা বণিক (Darshana Banik)। হাতে হলুদ সুতো, আশীর্বাদ, উপহার। সব মিলিয়ে কেমন কাটল প্রথম জামাইষষ্ঠী? এবিপি লাইভকে (ABP Live) সেই গল্পই শোনালেন দর্শনা। 


সকালেই দর্শনার মামার বাড়িতে একসঙ্গে গিয়েছিলেন টলিউডের এই জুটি। সকাল সকাল মিষ্টির হাঁড়ি নিয়ে প্রথম জামাইষষ্ঠী পালন করতে গিয়েছিলেন সৌরভ। হলুদ ধুতি-পাঞ্জাবিতে সৌরভ একেবারে নতুন জামাই। হলুদ সুতো, প্রদীপের তাপে শুরু হল জামাইষষ্ঠী। বাদ যাননি দর্শনাও। তাঁর হাতেও হলুদ ষষ্ঠীর সুতো বেঁধে দেন পরিবারের বড়রা। দর্শনার মা প্রয়াত হয়েছেন, তবে সেই অভাব বুঝতে দেননি পরিবারের কেউই। এদিন কেবল খাওয়া-দাওয়া নয়, মেয়ে জামাইয়ের হাতে উপহারও তুলে দেন দর্শনার পরিবার। নতুন সংসার পেতেছেন সৌরভ-দর্শনা, আর তাই, মেয়ে জামাইকে কাজের জিনিস উপহার দেন দর্শনার পরিবার। সৌরভের জন্য ডিনার সেট আর মেয়ের জন্য ননস্টিক কুকওয়্যার সেট উপহার দেন দর্শনার পরিবার।


দুপুরের খাবার প্রচুর আয়োজন করেছিল দর্শনার পরিবার। মেনুতে ছিল বাসন্তী পোলাও, ইলিশ ভাপা, পাঁঠার মাংস, গলদা চিংড়ি, মিষ্টি ইত্যাদি। একসঙ্গেই বসে খাওয়াদাওয়া সারেন সৌরভ আর দর্শনা। প্রথম জামাইষষ্ঠী কাটে এক্কেবারে ছিমছাম, ঘরোয়া কিন্তু আন্তরিকভাবেই। উপহার থেকে শুরু করে হরেক রকমের মেনু, পরিবারের সবার সঙ্গে সময় কাটানো, সব মিলিয়ে জমজমাট সৌরভ-দর্শনার জামাইষষ্ঠী। 


অন্যদিকে, আজই ঘোষিত হয়েছে দর্শনার নতুন ছবি, 'সূর্য'। এই ছবির শ্যুটিং হয়ে গিয়েছিল আগেই। এই ছবিতে মুখ্যভূমিকায় অভিনয় করছেন বিক্রম চট্টোপাধ্যায় (Vikram Chatterjee), মধুমিতা সরকার (Madhumita Sarkar) ও দর্শনা। শিলাদিত্য মৌলিকের এই ছবিটার মূল শ্যুটিং হয়েছে পাহাড়েই। আজ, জামাইষষ্ঠীর দিকে প্রকাশ্যে এসেছে এই ছবির টিজ়ার। অন্যদিকে সৌরভও ব্যস্ত তাঁর একাধিক ছবির কাজ নিয়ে। সদ্য মুক্তি পেয়েছে তাঁর নতুন ছবি, বুমেরাং। এই ছবিতে জিৎ (Jeet) ও রুক্মিণী মৈত্র (Rukmini Maitra)-র সঙ্গে মুখ্যভূমিকায় রয়েছেন সৌরভ। এখনও চলছে ছবির প্রচার। তবে আজকের দিনটা, সমস্ত ব্যস্ততা সরিয়ে পরিবারের সঙ্গেই সময় কাটছে সৌরভ-দর্শনার।


আরও পড়ুন: Kanchan-Sreemoyee Jamai Sasthi: সকাল থেকে একা অপেক্ষায় শ্রীময়ী, প্রথম জামাইষষ্ঠীতে দেখা নেই কাঞ্চনের?


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।