কলকাতা: নববর্ষ বলতেই ডায়েট ভুলে মিষ্টি খাওয়া, বন্ধুদের সঙ্গে আড্ডা আর অনেকটা মজা। সেই সঙ্গে, নিজেকে নিজেকে দেওয়া কথা.. তারপর সেগুলো রাখা, না রাখা নিয়ে সারা বছর নিজের সঙ্গে নিজের যুদ্ধ। কেমন কাটত দর্শনা বণিকের ছোটবেলার নববর্ষ? প্রতি বছরই নিজের কাছে অনেক কথা দেন তিনি, পূরণ হয় কী? নববর্ষের আগের রাতে এবিপি লাইভের সঙ্গে নতুন বছরের আড্ডায় দর্শনা বণিক (Darshana Bonik)।


কেমন কাটে নায়িকা দর্শনা বণিকের এখনকার নববর্ষ? অভিনেত্রী বলছেন, 'আমার কাছে নববর্ষ এখনও ছোটবেলার মতোই। নতুন জামা পরতেই হবে। আর নববর্ষ এলেই মনে হয় একটু মিষ্টি খেতেই হবে। সেইসঙ্গে ইচ্ছা করে বন্ধুদের নিয়ে একটু গল্প করতে, আড্ডা মারতে, জমায়েত হয়ে মজা করতে।'


আরও পড়ুন: Poila Baisakh Exclusive: 'নববর্ষ মানেই বছরের একদিন ঠান্ডা পানীয় খাওয়ায় ছাড়'


ইংরেজি নতুন বছরে আমরা রেজোলিশন নিই। বাংলা নববর্ষে তেমন রেজোলিউশন নেন দর্শনা? অভিনেত্রী বলছেন, 'বাংলা না হলেও ইংরেজি নতুন বছরে লম্বা রেজোলিউশনের তালিকা তৈরি করেছিলাম। বিশ্বাস করুন, এখনও একটাও পূরণ করতে পারিনি। ভেবেছিলাম নতুন বছরে নতুন একটা কিছু শিখব। এখনও পর্যন্ত পেরে উঠিনি। আমার গাড়ি চালাতে বেশ ভয় লাগে। চালাতে জানলেও গাড়ি নিয়ে একা বেরিয়ে পড়ার সাহস নেই এখনও। ইচ্ছা আছে এই বছরের মধ্যে গাড়ি চালানোটা ভালো করে শিখবোই যাতে লঙ ড্রাইভে বেরিয়ে যেতে পারি। শেষমেশ ভেবেছিলাম নিজেকে আরও ভালোবাসব, নিজের যত্ন নেব, স্বাস্থকর খাবার খাব.. সেগুলোই বা পারছি কই! আমি নাচ করতাম। এই বছর থেকে নাচটা আবার নিয়মিতভাবে করার চেষ্টা করছি। জানি না কতটা পারব।'


লং ড্রাইভে বেরিয়ে পড়তে চান দর্শনা। পাশে বিশেষ কাউকে চান? হাসতে হাসতে অভিনেত্রী বললেন, 'বন্ধুবান্ধব পেলেই চলবে। কারণ এখনও তো জীবনে বিশেষ কেউ আসেননি।'