নয়াদিল্লি: অনেকেই মহিলাদের উপর অত্যাচারের জন্য পোশাক বা আচরণকে দায়ী করেন। তবে সেটা মানতে নারাজ অভিনেত্রী শেফালি শাহ। ‘দিল্লি ক্রাইম’-এর অভিনেত্রী জানিয়েছেন, ছেলেদের ঠিকমতো বড় করা বাবা-মার দায়িত্ব। কাউকে আঘাত করলে তাঁর দুই ছেলেকে মেরে ফেলবেন বলেও জানিয়েছেন এই অভিনেত্রী।


এবার ৪৮-তম ইন্টারন্যাশনাল এমি অ্যাওয়ার্ডে বেস্ট ড্রামা সিরিজ বিভাগে পুরস্কৃত হয়েছে ‘দিল্লি ক্রাইম’। এই সিরিজে দিল্লির প্রাক্তন ডেপুটি পুলিশ কমিশনার ছায়া শর্মার চরিত্র অবলম্বনে তৈরি বর্তিকা চতুর্বেদীর ভূমিকায় অভিনয় করেন শেফালি। এই সিরিজে দেখা যায়, তিনি দিল্লিতে ২০১২ সালে নৃশংস গণধর্ষণ ও খুনের ঘটনার তদন্ত করছেন এবং এই ঘটনায় দোষীদের খুঁজে বের করছেন। নির্ভয়াকাণ্ড সারা দেশের বিবেকক নাড়িয়ে দিয়েছিল। সেই ঘটনা অবলম্বনেই তৈরি হয় এই সিরিজ।

মহিলাদের নিরাপত্তার বিষয়ে একটি সাক্ষাৎকারে শেফালি বলেছেন, ‘আমি সবসময় মনে করি, ছেলেদের যদি ঠিকমতো বড় করা হয়, তাহলেই আমাদের মেয়েরা সুরক্ষিত থাকবে। আমার ছেলেদের এটাই বলি। ওরা যদি কাউকে আঘাত করে, তাহলে আমি মেরে ফেলব।’

যাঁর চরিত্রে অভিনয় করেছেন, সেই প্রাক্তন পুলিশ আধিকারিকের সঙ্গে দেখা করেছেন শেফালি। এ বিষয়ে তিনি বলেছেন, ‘তাঁর সঙ্গে দেখা করার সুযোগ হয়েছে। এর জন্য আমি নিজেকে সম্মানিত মনে করছি। তাঁর কাছ থেকে অনেককিছু শিখেছি। তাঁর সঙ্গে কথা না বললে আমি এই চরিত্র ফুটিয়ে তুলতে পারতাম না।