কলকাতা: 'ম্যায় ঝুঁকেগা নেহি'.. 'পুষ্পা: দ্য রাইস' ছবির এই সংলাপ চূড়ান্ত জনপ্রিয়তা পেয়েছিল। এই সংলাপ বলার সময় হাতের একটি বিশেষ ভঙ্গিমা করেছিলেন অভিনেতা অল্লু অর্জুন (Allu Arjun)। জনপ্রিয়তা পেয়েছিল সেই হাতের ভঙ্গিমা। সেটা নকল করেই, এবার দুবাইয়ের মাদাম তুসোর মিউজিয়ামে স্থান পেল অল্লু অর্জুনের স্ট্যাচু। আর তারপরেই, অভিনেতাকে শুভেচ্ছা জানিয়েছেন অস্ট্রেলিয়ান ব্যাটার ডেভিড ওয়ার্নার (David Warner)।


ওয়ার্নার যে অল্লু অর্জুনের অনুরাগী, তা ইতিমধ্যেই সবার জানা। ক্রিকেট মাঠে, খেলার মধ্যেও একাধিকবার অল্লু অর্জুনের নকল করতে দেখা যায় তাঁকে। সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয় সেই সমস্ত মুহূর্ত। ডেভিজ ওয়ার্নার ভারতীয় বিভিন্ন সিনেমা ও গান যে দেখেন তা স্পষ্ট তাঁর সোশ্যাল মিডিয়াতেই। বিভিন্ন গানের সঙ্গে নাচ করে হামেশাই রিল বানাতে দেখা যায় ওয়ার্নারকে। এখন আইপিএলের মরসুম। দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals)-এর হলে খেলছেন ডেভিড ওয়ার্নার। তবে শত ব্যস্ততাই থাকুক, তাই বলে কি তিনি শুভেচ্ছা জানাবেন না তাঁর প্রিয় তারকাকে? 


মাদাম তুসোর মিউজ়য়ামে অল্লু অর্জুনের মূর্তি উন্মোচন হলেই তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন অস্টেলিয়ার এই ব্যাটার। এখানে অল্লু অর্জুনের যে ভঙ্গিমায় মূর্তি তৈরি করা হয়েছে, সেটি হল সেই 'ম্যায় ঝুঁকেগা নেহি'-র পোজ়ে। দোলের সময়, দিল্লি ক্যাপিটালসের ক্যাম্পে মুকেশ কুমারের সঙ্গে ছবি তুলতে গিয়ে ডেভিড ওয়ার্নার এই 'ম্যায় ঝুঁকেগা নেহি' পোজ়-ই দিয়েছিলেন। জনপ্রিয় যে অভিনেতাকে তিনি নকল করেছেন বারে বারে, তাঁর মূর্তি উন্মোচন হতেই উচ্ছ্বসিত ডেভিড শুভেচ্ছাবার্তা পাঠালেন দক্ষিণী এই অভিনেতাকে। ভারতের মাটিতে খেলা থাকলে, দর্শকাসন থেকে প্রায় প্রত্যেক সময়েই ডেভিড ওয়ার্নারের কাছে আবদার আসে 'শ্রীভল্লি' নাচের তালে একবার পা মেলানোর জন্য। মাঠের সাউন্ড সিস্টেমে বাজতেও শুরু করে সেই গান। প্রত্যেকবারই দর্শকদের আবদার মেটান ওয়ার্নার। ভালবেসেই। সেই অল্লু অর্জুনের মূর্তি মাদাম তুসোর মিউজ়িয়ামে দেখে যারপরনাই খুশি ওয়ার্নার।


 






আরও পড়ুন: Pulkit-Kriti: প্রথা ভেঙে এই কাজ করলেন পুলকিত, কৃতি লিখছেন, 'কখনও ভাবিনি এটা হবে'


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।