কলকাতা: পুজোর আমেজ ঘিরে এমনিতেই শহরজুড়ে উষ্ণতা। কলকাতার একাধিক পুজো প্যান্ডেলগুলির ফিতে কেটে উদ্ধোধন চলছে। আর ভরা পুজোর আমেজে শান দিতে সিনেমা না হলে জমে ? আর সেই রসনা তৃপ্তি করতেই পুজোতে মুক্তি পাচ্ছে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত 'দশম অবতার।' স্বাভাবিকভাবেই  উত্তেজনা তুঙ্গে। এবার সেই উত্তেজনাই আরও একধাপ উসকে দিলেন বলিউডের সুপার স্টার অজয় দেবগন। প্রসেনজিৎ-সৃজিত-যিশু-জয়াকে ট্যাগ করে, 'দশম অবতার' এর জন্য আগাম শুভেচ্ছা জানালেন অজয় দেবগন ( Ajay Devgn)। তবে ট্যুইটের শুরুতেই তিনি লিখেছেন, 'শুভ মহালয়া।'






আরও পড়ুন, হাসপাতালে ভর্তি পরীমণি, চ্যানেল করা হাতে আদর ছেলেকে 


মূলত 'দশম অবতার' ছবিটি, '২২শে শ্রাবণ' ছবির প্রিক্যুয়েল এটি। ভগবান বিষ্ণুর ১০টি অবতার, অর্থাৎ ভগবান রাম (তীর-ধনুক), মৎস, নরসিংহ, পরশুরাম, ভগবান বুদ্ধ ও অন্যান্য অবতারগুলি। ভাঙাচোরা কঙ্কালসার বাড়ি, নোনা ধরা ইটের মাঝে গজিয়ে ওঠা গাছ, যেখানে টানা হয়েছিল '২২শে শ্রাবণ' ছবির প্রবীর রায়চৌধুরীর যবনিকা, সেখান থেকেই নতুন গল্পের ঘোষণা করেছেন সৃজিত। সৃজিত বলেছিলেন, 'যেখানে বাইশে শ্রাবণ শেষ হয়েছিল, সেখান থেকেই নতুন ছবির শুরু। এই ছবিতে প্রবীর রায়চৌধুরী আর ডিসিডিডি পোদ্দার হাতে হাত মিলিয়ে কেস সলভ করবে।' 






ছবির সঙ্গীতের দায়িত্ব নিয়েছেন অনুপম রায়, রূপম ইসলাম, ইন্দ্রদীপ দাশগুপ্ত। বাগবাজারের বসুবাটিতে ছবির আনুষ্ঠানিক ঘোষণা ও লোগো প্রকাশ করা হয় গত ২০ জুলাই। 'দশম অবতার' ছবিতে একসঙ্গে দেখা যাবে '২২শে শ্রাবণ' ছবির প্রবীর রায়চৌধুরী ও 'ভিঞ্চি দা' ছবির বিজয় পোদ্দারকে। সঙ্গীতের দায়িত্বে রয়েছেন অনুপম রায় (Anupam Roy), রূপম ইসলাম (Rupam Islam) ও ইন্দ্রদীপ দাশগুপ্ত (Indraadip Dashgupta)।থ্রিলার ঘরানার এই ছবি মুক্তির অপেক্ষায় প্রহর গুণছে সবাই।