কলকাতা: অনেকক্ষণ থেকেই ড্রাম বাজছিল স্টার থিয়েটারের বাইরে। বাইরে ঝুলছিল 'হাউজফুল' বোর্ড। গোটা শহর যখন দুর্গোৎসবের আমেজে মেতে, তখন উত্তর কলকাতার প্রেক্ষাগৃহের সামনে যেন অন্য উৎসবের আমেজ। ফুলে সাজানো ঘোড়ার গাড়িতে ততক্ষণে সওয়ার হয়ে গিয়েছেন 'প্রবীর রায়চৌধুরী'। নাহ্, খোদ প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee) নয়, তাঁর কেবল একটি ছবি। কিন্তু সেই ছবিকে ঘিরেই অনুরাগীদের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। পুজোর আনন্দের সঙ্গে মিশে গেল 'দশম অবতার' (Dawshom Awbotaar)-এর উদযাপন। 


আজ, পঞ্চমীর দিন মুক্তি পেয়েছে সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherjee) পরিচালিত, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee), অনির্বাণ ভট্টাচার্য্য (Anirban Bhattacharyya), যীশু সেনগুপ্ত (Jisshu Sengupta), জয়া আহসান (Jaya Ahsaan) অভিনীত ছবি। ফার্স্ট ডে ফার্স্ট শো দেখার জন্য অনেকেই টিকিট ভিড় জমিয়েছিলেন বিভিন্ন প্রেক্ষাগৃহে। 


আজ, স্টার থিয়েটারে হাজির হয়েছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের অনুরাগীরা। প্রসেনজিতের ছবি, ধুনুচি নাচ, বাজনা.. সব মিলিয়ে জমজমাট ব়্যালির আয়োজন হয়েছিল। সেখানে একদিকে বাজনার শব্দে কান পাতা দায়, অন্যদিকে কখনও শোনা যাচ্ছে, 'শিরায় শিরায় রক্ত, আমরা বুম্বাদার ভক্ত', কখনও আবার, '৬১-তেও দিচ্ছে হিট' বা 'এবার পুজোয় 'দশম অবতার'। কেবল কলকাতা নয়, আজ এই শো-দেখতে নাকি অনেক দূর থেকেও এসেছেন অনুরাগীরা। কেউ ভোর ভোর চেপে পড়েছেন ট্রেনে, কেউ আবার স্টেশনেও রাত কাটিয়েছেন। কেবল অল্পবয়সীরা নয়, অনেক গৃহবধূ পর্যন্ত আজ হাজির হয়েছিলেন এই ব়্যালিতে... শুধুই নাকি ভালবাসার টানে। 


প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ছবির সামনে কেক কাটা, নারকেল ফাটানো.. সব মিলিয়ে আর স্টার থিয়েটারে একবার দাঁড়ালে এই ধারণা হতেই পারে যে দর্শকদের উন্মাদনা আর উচ্ছ্বাসে ভর করেই এই ছবি বক্সঅফিসে ভাল ব্যবসা করবে। তবে, আসলে আজ মুক্তি পাওয়া বাংলার ৪টি ছবি আদতে কেমন ব্যবসা করল, তার জন্য অপেক্ষা করতে হবে দর্শকদের। 


আজ সিনেমাহলের মধ্যে এক একটা সংলাপে, অনুরাগীদের উচ্ছ্বসিত চিৎকারে, অবধারিতভাবে পরের সংলাপটা আর শোনা যাচ্ছিল না। বিশেষ করে ট্রেলারে যে সংলাপগুলো ইতিমধ্যেই জনপ্রিয় হয়েছে, সেগুলো বড়পর্দায় দেখে উচ্ছ্বাস চেপে রাখতে পারছিলেন না দর্শকেরা। জয়া এবং অনির্বাণের চর্চিত চুম্বনদৃশ্যেও প্রেক্ষাগৃহের অন্ধকার থেকে শোনা গেল চিৎকার, উচ্ছ্বাস। 


শো-এর শেষে, দর্শকেরা যখন বেরোচ্ছেন, তাঁদের সঙ্গে কথা বলতে গিয়ে ধরা পড়ল শুধুই মুগ্ধতা। কেউ মুগ্ধ প্রসেনজিতে ও কেউ অনির্বাণে। অনেকে আবার আলাদা করে তুলে ধরলেন ছবির গানের কথাও। শেষমেশ কানে থেকে যায় এক অনুরাগীর বলা কথা.. 'এতটা ভাল হবে সত্যিই আশা করিনি।'