Ind vs Ban: মাঠ থেকে বেরিয়েই স্ক্যান করাতে গেলেন হার্দিক, উদ্বেগের প্রহর গুনছে ভারতীয় শিবির

Hardik Pandya: দেখে মনে হল, গোড়ালি মচকেছে হার্দিকের। ফিজিওকে ছুটে মাঠে আসতে হল। মোটা করে টেপ জড়ানো হল পায়ের চোট লাগা অংশে। কিন্তু লাভ হল না।

Continues below advertisement

পুণে: মাঠ থেকে তাঁকে খুঁড়িয়ে খুঁড়িয়ে বেরতে দেখেই প্রমাদ গুনেছিলেন ভারতীয় ক্রিকেটপ্রেমীরা (ODI World Cup 2023)। পুণের গাহুঞ্জেতে মহারাষ্ট্র ক্রিকেট সংস্থার স্টেডিয়ামের মাঠ থেকে বেরিয়েই ছুটলেন স্ক্যান করাতে। আর সেই রিপোর্টের জন্য শুধু যে ভারতীয় টিম ম্যানেজমেন্ট হা পিত্যেশ করে অপেক্ষা করবে তা নয়, তাকিয়ে থাকবেন ক্রিকেটপ্রেমীরাও।

Continues below advertisement

তিনি, হার্দিক পাণ্ড্য (Hardik Pandya)। তারকা অলরাউন্ডার দুরন্ত ছন্দে আছেন। ব্য়াট করার সুযোগ পেলে রান করছেন। বল হাতে উইকেট তুলছেন। সবচেয়ে বড় কথা, ধারাবাহিকভাবে ঘণ্টায় ১৪০ কিলোমিটার গতিতে বল করছেন।

বৃহস্পতিবার পুণেতে মহারাষ্ট্র ক্রিকেট সংস্থার স্টেডিয়ামে বাংলাদেশের দুই ওপেনার যখন জাঁকিয়ে বসেছিলেন, তাঁর হাতেই বল তুলে দিলেন রোহিত শর্মা। বাংলাদেশ ইনিংসের নবম ওভারে। তাঁর দ্বিতীয় ও তৃতীয় বলে পরপর দুটি বাউন্ডারি মারলেন লিটন দাস। যার মধ্যে দ্বিতীয় চারটি স্ট্রেট ড্রাইভে। আর ফলো থ্রু-তে সেই শট পা দিয়ে আটকাতে গিয়েছিলেন হার্দিক।

তারপরই দেখা গেল পায়ে হাত দিয়ে কাতরাচ্ছেন হার্দিক। দেখে মনে হল, গোড়ালি মচকেছে হার্দিকের। ফিজিওকে ছুটে মাঠে আসতে হল। মোটা করে টেপ জড়ানো হল পায়ের চোট লাগা অংশে। কিন্তু লাভ হল না। খোঁড়াতে খোঁড়াতে মাঠ ছাড়লেন হার্দিক। তাঁর ওভারের বাকি তিনটি বল করলেন বিরাট কোহলি। ওয়ান ডে কেরিয়ারে ৪টি উইকেট রয়েছে কিংগ কোহলির। তবে এদিন ওই তিন বলে আর কোনও উইকেট পাননি।

 

হার্দিক কি বিশ্বকাপে আর আদৌ নামতে পারবেন? মাঠ থেকে বেরিয়েই স্ক্যান করাতে গিয়েছেন হার্দিক। ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, স্ক্যান করাতে গিয়েছেন হার্দিক। তাঁর রিপোর্টের অপেক্ষায় রয়েছে দল। ভারতীয় দলের চিকিৎসকেরা সেই রিপোর্ট পরীক্ষা করে তারপর পরবর্তী সিদ্ধান্ত নেবেন।                                  

আরও পড়ুন: চ্যাম্পিয়ন হতে গেলে এখনও লম্বা পথ যেতে হবে রোহিতদের, সালকিয়ায় পুজোর উদ্বোধনে গিয়ে বললেন সৌরভ

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

Continues below advertisement
Sponsored Links by Taboola