কলকাতা: বাংলা ছবিতে 'ঘটিয়া' বলে বিতর্কে জড়িয়েছিলেন বলিউড অভিনেতা অনুরাগ কশ্যপ (Anurag Kashayp)। সেই নিয়ে যথেষ্ট বিতর্ক হয়েছিল বাংলায়, প্রতিবাদও করেছিলেন অনেকে। আর এবার, একেবারে ভিডিও বার্তা দিয়ে অনুরাগ কশ্যপকে সরাসরি চ্যালেঞ্জ করলেন পরিচালক দেবালয় ভট্টাচার্য্য (Debaloy Bhattacharyya)। 


কে এই দেবালয়? অল্পদিনেই দর্শকদের মনে দাগ কেটেছেন তরুণ এই পরিচালক। বড়পর্দা থেকে শুরু করে ওয়েব সিরিজ, প্রত্যেক ক্ষেত্রেই দেবালয় বেশ প্রিয় বর্তমান বাঙালির। ইতিমধ্যেই বড়পর্দায় মুক্তি পেয়েছে ও দর্শকদের প্রশংসা কুড়িয়েছে 'শ্রীস্বপনকুমারের বাদামী হায়নার কবলে' ছবিটি। আর এবার ওটিটি প্ল্যাটফর্মে মুক্তির অপেক্ষায় সেই ছবিটি। আর এবার, প্রচারের এক অভিনব পন্থা বের করলেন দেবালয়।


কি সেটা? দেবালয় বলছেন, 'অনুরাগ কশ্যপ ঠিকই বলেছেন। বাংলা ছবি 'ঘটিয়া'-ই তো। আমরা তো এত বছর ধরে অপেক্ষা করেছিলাম বাইরে থেকে কেউ এসে আমাদের ছবিকে 'ঘটিয়া' বলবে।  ঠিক যেমন হয়েছিল কয়েক দশক আগে যখন বাইরে কেউ বলেছিল তোমাদের এই ছবিটা অসাধারণ তারপরে ফাঁকা হলটাকে বাঙালি দলে দলে ভরিয়ে ফেলেছিল। পথের পাঁচালি। আসলে বাইরে থেকে কেউ কিছু না বললে আমরা তো নড়েচড়ে উঠি না। যেমন ধরুন আমি একটা ছবি বানিয়েছি শ্রীস্বপনকুমারের বাদামি হায়নার কবলে। একটা ঘটিয়া ছবি।'


এরপরে ছত্রে ছত্রে আসতে থাকে ছবির বিভিন্ন ক্লিপিংস। এরপরে দেবালয় শেষ করেন, 'অনুরাগ কশ্যপ কোন ছবিকে ঘটিয়া বলেছেন জানি না, কিন্তু অনুরাগ কশ্যপ যদি শ্রীস্বপনকুমারের বাদামি হায়নার কবলে ছবিটি দেখে 'ঘটিয়া' বলেন, তাহলে আমি 'ঘটিয়া' ছবি বানানো ছেড়ে দেব।' মূলত প্রচারের উদ্দেশে তৈরি এই ভিডিওটায় বাঙালিদের হয়েও যেন কথা বলে গেলেন দেবালয়। বাংলা ছবিকে 'ঘটিয়া' বলায় ফুঁসে উঠেছিলেন অনেকেই। তাঁদের হয়েই যেন জবাব দিলেন অনুরাগ। প্রসঙ্গত, ১২ এপ্রিল ওটিটি প্ল্যাটফর্ম 'হইচই'-তে মুক্তি পাবে এই ছবি। মুখ্যভূমিকায় রয়েছেন পরাণ বন্দ্যোপাধ্যায় (Paran Banerjee), আবির চট্টোপাধ্যায় (Abir Chatterjee) ও শ্রুতি দাস (Shruti Das)। বড়পর্দায় মুক্তি পাওয়ার পরে এই ছবিটি বেশ জনপ্রিয়তা পেয়েছিল।


 


 



আরও পড়ুন: Koel Mallick Injury: অ্যাকশন দৃশ্যের শ্যুটিংয়ে গুরুতর আহত 'মিতিন মাসি', এখন কেমন আছেন কোয়েল মল্লিক?


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।