কলকাতা: মিতিন মাসি (Mitin Mashi) ফ্র্যাঞ্চাইজির পরবর্তী ছবির শ্যুটিংয়ে আহত হলেন অভিনেত্রী কোয়েল মল্লিক (Koel Mallick)। নিজের সোশ্যাল মিডিয়ায় স্টোরি পোস্ট করে জানালেন নায়িকা। তড়িঘড়ি তাঁকে ভর্তি করা হয় হাসপাতালে। হয়েছে চিকিৎসা। 


শ্যুটিংয়ে আহত কোয়েল মল্লিক, কেমন আছেন এখন?


সোমবার নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে একটি স্টোরি পোস্ট করেন 'মিতিন মাসি' কোয়েল মল্লিক। তিনি শ্যুটিং সারছিলেন আসন্ন 'একটি খুনির সন্ধানে মিতিন' ছবির। তারই একটি অ্যাকশন দৃশ্যের শ্যুটিং করতে গিয়ে গতকাল আহত হয়েছেন কোয়েল। এদিন তিনি লেখেন, '৩১ মার্চ 'একটি খুনির সন্ধানে মিতিন...'-এর একটি অ্যাকশন দৃশ্যের শ্যুটিং করার সময় আমি আহত হই। সঙ্গে সঙ্গে আমাকে মেডিকা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরীক্ষা করে ও এক্সরে করে ডান হাতের আলনা হাড়ের শ্যাফটে চিড় ধরা পড়েছে। হাতের জন্য কাস্ট দেওয়া হয়েছে এবং ডাক্তার বিকাশ কপূরের পরামর্শে খুব দ্রুত সুস্থ হয়ে উঠব।' আপাতত তাঁর সুস্থতার অপেক্ষায় সকলে।




গত বছর পুজোয় মুক্তি পায় অরিন্দম শীল পরিচালিত 'জঙ্গলে মিতিন মাসি'। এরপর তাঁকে দেখা যাবে খুনির সন্ধান করতে। সেখানে রয়েছে একাধিক অ্যাকশনও (action scenes)। তেমনই একটি দৃশ্যের শ্যুটিংয়ে হাতের আলনা বোন (Ulna Bone Fracture) ভেঙেছে তাঁর। আপাতত প্লাস্টার নিয়ে বাড়িতেই রয়েছেন। বিশ্রামে রয়েছেন। সূত্রের খবর, আপাতত শ্যুটিং কিছুদিন বন্ধ থাকবে। মিতিন মাসি সিরিজের 'মেঘের পরে মেঘ' গল্প অবলম্বনে এই ছবি তৈরি হচ্ছে বলে খবর।


আরও পড়ুন: Parineeti Chopra: 'ফিটিং' পোশাকে ফিরলেন পরিণীতি, ভিডিও পোস্ট করে অন্তঃসত্ত্বা হওয়ার জল্পনায় টানলেন ইতি


মিতিন মাসির পরবর্তী ছবিতে কোয়েল মল্লিক ছাড়াও অন্যান্য একাধিক গুরুত্বপূর্ণ চরিত্রে থাকবেন মধুরিমা বসাক, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, শুভ্রজিৎ দত্ত, গৌরব চক্রবর্তী, সাহেব চট্টোপাধ্যায়, অনসূয়া মজুমদার প্রমুখ, খবর এমনই।         


অন্যদিকে কিছুদিন আগেই সায়ন্তন ঘোষালের নতুন ছবি 'সোনার কেল্লায় যকের ধন'-এর (Sonar Kellay Jawker Dhawn) শ্যুটিং শেষ হয়েছে। বেশ কিছুদিন ধরেই রাজস্থানের বিভিন্ন অংশ ও জয়সলমীরে শ্যুটিং হয়েছে এই সিনেমাটির। মার্চ মাসের শুরুর দিকে সোশ্যাল মিডিয়ায় শ্যুটিংয়ের টুকরো টুকরো ছবি শেয়ার করে নেন ছবির নায়িকা কোয়েল মল্লিক। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।