তোর্ষা ভট্টাচার্য্য, কলকাতা: একসময় ভাবনাচিন্তা করেই অবসর নিয়েছিলেন এই লাইটস-ক্যামেরা-অ্যাকশনের দুনিয়া থেকে। তারপরে রাজনৈতিক গুরুদায়িত্ব সামলেছেন, রায়দীঘির মানুষের জন্য কাজ করেছেন। তবে একটা সময়ের পরে তাঁর মনে হয়েছে.. এমন অনেক বিষয় রয়েছে এই আঙিনায়, যাকে এখনও আত্মস্থ করতে পারেননি তিনি। তার চেয়ে বরং সেই কাজ অনেক বেশি আপন, যা তিনি শুরু করেছিলেন মাত্র ১১ মাস বয়স থেকে। কেবল অপেক্ষা ছিল একটা পছন্দমতো চরিত্রের। সেই চরিত্রই যেন তাঁর কাছে নিয়ে এসেছিলেন সৌরভ চক্রবর্তী (Sourav Chakraborty)। ওয়েব সিরিজের হাত ধরে ফের সেই লাইটস, ক্যামেরা, অ্যাকশনের দুনিয়ায় ফিরলেন দেবশ্রী রায় (Debosree Roy)। শ্যুটিংয়ে অভিজ্ঞতা থেকে শুরু করে ব্যক্তিগত জীবনের ভাবনা. এবিপি লাইভের (ABP Live) সঙ্গে এক্সক্লুসিভ আড্ডায় অভিনেত্রী। 


প্রথমবার সিরিজে অভিনয়, নিজেকে নিজে চ্যালেঞ্জ করা? দেবশ্রী বলছেন, 'আমি সিরিজে অভিনয় করিনি, তাই শ্যুটিং শুরু হওয়ার আগে মনে হত, হয়তো অন্যভাবে কাজ হয়। তবে এখানে এসে দেখলাম... অনেকটা ধারাবাহিকের মতোই। আমি একবছর 'সর্বজয়া' ধারাবাহিকে অভিনয় করেছিলাম, কিছুটা তেমনই। শ্যুটিংয়ে বিভিন্ন অভিজ্ঞতা হচ্ছে, আর উপভোগও করছি। তবে হ্যাঁ.. স্কুলে আমার কাছে কেমিস্ট্রি ছিল একটা ভীষণ ভয়ের ব্যাপার। সেই আমায় রসায়ন শিক্ষিকার চরিত্রে কেমন মানাবে, সেটা নিয়ে সন্দিহান ছিলাম নিজেই। তবে সৌরভ নাছোড়বান্দা... আমি না অভিনয় করলে নাকি এই প্রোজেক্ট হবেই না। ফলে.. রাজি হলাম।'


পর্দা নাকি রাজনীতি.. কোথায় বেশি স্বচ্ছন্দ্যবোধ করেন দেবশ্রী? অভিনেত্রী বলছেন, 'অভিনয় আমার জীবন। দেবশ্রী রায়কে স্বীকৃতি দিয়েছে অভিনয়। সিনেমা আর ক্যামেরার সামনেই আমি সবচেয়ে বেশি স্বচ্ছন্দ্যবোধ করি। ১০ বছর আমি মন দিয়ে শুধু রাজনীতিটাই করেছি। সেই সময় এর বাইরে আর কিছু ভাবিনি। রায়দীঘির দায়িত্ব ছিল আমার ওপর। মানুষের কাজ করেছি। তবে একটা সময়ের পরে মনে হল, কিছু কিছু জিনিস আমি পেরে উঠছি না বা অভ্যস্থ নই। নিজের খুব অস্বস্তি হচ্ছিল। মনে হল.. আমার পুরনো জায়গায় ফিরে আসা উচিত। যে কাজটার জন্য মানুষ আমায় এত সম্মান দিয়েছে, ভালবাসা দিয়েছে... অনেক ভাবনাচিন্তা করেই এই সিদ্ধান্তটা নেওয়া।'


রাজনীতিতে থাকাকালীন কী অভিনয়কে মিস করতেন দেবশ্রী? অভিনেত্রী বলছেন...'অবশ্যই। ১১ মাস বয়সে আমি প্রথম ক্যামেরার সামনে আসি। যখন আমার জ্ঞান হয়নি, তখন থেকেই আমার জীবনে অভিনয় এসেছে। ক্যামেরা আর আমার মধ্যে একটা অদ্ভুত সম্পর্ক রয়েছে।'


আরও পড়ুন: Debashree Roy Exclusive: দীর্ঘ বিরতির পরে প্রথম ওয়েব সিরিজ দেবশ্রীর, শ্যুটিং সেটে 'কেমিস্ট্রি'-র খোঁজ নিল এবিপি লাইভ