তোর্ষা ভট্টাচার্য্য, কলকাতা: একসময় টলিউডের প্রথম সারির অভিনেত্রী ছিলেন তিনি। একের পর এক ছবি করেছেন, জুটি বেঁধেছেন একাধিক নামজাদা নায়কের সঙ্গে। ১০ বছর পরে, তিনি যখন ইন্ডাস্ট্রিতে ফিরেছেন, তখন বদলে গিয়েছে অনেক কিছুই। কাজের পরিবেশ বদলেছে, হারিয়ে গিয়েছেন প্রিয় মানুষেরা। প্রথম ওয়েব সিরিজের শ্যুটিং করতে করতেই, এবিপি লাইভের (ABP Live) সঙ্গে ফেলে আসা সময়কে ফিরে দেখলেন দেবশ্রী রায় (Debashree Roy)।
১১ মাস বয়স থেকে অভিনয় শুরু.. সেই সময়ের থেকে কতটা বদলে গিয়েছে টলিউড? দেবশ্রী বলছেন, 'আমার পরিচালক, সহ অভিনেতা-অভিনেত্রীরা যাঁরা আমায় স্নেহ করতেন, এখন কেউ আর বেঁচে নেই। ওঁদের কথা ভীষণ মনে পড়ে। ইন্ডাস্ট্রি এখন অভিভাবকহীন বলে মনে হয়। কেবল অভিনেতা-পরিচালক নয়, কলাকুশলী-শিল্পীরাও আমায় ভীষণ স্নেহ করতেন। তাঁরা কেউ এখন বেঁচে নেই। একসময় আউটডোর শ্যুটিংয়ে যেতাম সবাই, একেবারে একটা পরিবারের মতো। ভীষণ আনন্দ করে কাজ হত। এমন একটা সময় গিয়েছে যখন সবাই এসে আগে আমার ঘরের খোঁজ করতেন। আমায় সবাই চোখে চোখে রাখতেন কারণ আমি ইউনিটের মধ্যে সবচেয়ে ছোট। কাকা-জেঠু-মাসি... এমনভাবেই বড়দের দেখতাম, সম্মান করতাম। ছবি শেষের দিনটা প্রত্যেকে কান্নাকাটি করত যে আর দেখা হবে না। এই বন্ডিংগুলো ভীষণ মিস করি। এখন টলিউডে আর সেই সম্পর্কের উষ্ণতা, পরিবেশ আমি অন্তত পাই না।'
অভিনয়ের ক্ষেত্রে কী কী প্রস্তুতি থাকে অভিনেত্রীর? দেবশ্রী বলছেন, 'আমি এত গুণী পরিচালকদের সঙ্গে কাজ করছি, যে অভিজ্ঞতা থেকেই অনেক কিছু শিখেছি। ক্যামেরার সামনে দাঁড়ালেই আমি এক অন্য দেবশ্রী। সেই মুহূর্তে যে অনুভূতিটা আসবে, সেটাই আমার অভিনয়। তবে চরিত্র হিসেবে কিছু কিছু জিনিস মাথায় রাখতে হয় অভিনয়ের সময়। আমি সবসময়েই সাবলীল অভিনয়ে বিশ্বাসী।'
কেরিয়ারে দীর্ঘ ছবির তালিকা... এক এক নায়কের সঙ্গে পর্দায় এক এক রকম রসায়ন.. সবচেয়ে বেশি কার কথা মনে পড়ে দেবশ্রী রায়ের? অভিনেত্রী বলছেন, 'যাঁর সঙ্গে ৩০টা ছবিতে কাজ করছি.. তাঁর কথাই সবচেয়ে বেশি মনে পড়ে। তাপস পাল। তিনি এখন আর আমাদের মধ্যে নেই।'
টলিউডে এখন দাঁড়িয়ে কাউকে প্রতিন্দ্বন্দ্বী বলে মনে করেন দেবশ্রী? অভিনেত্রী বলছেন, 'কাউকে নয়। আমার প্রতিন্দ্বন্দ্বী আমি নিজে। রোজ নতুন নতুন চরিত্র নিয়ে নিজেকে চ্যালেঞ্জ করতে ভালবাসি।'