কলকাতা: চুল ভাল রাখতে বিস্তর কাঠখড় পোড়াতে হয়। মানতে হয় বহু নিয়ম। বহু নিয়মের মধ্যেই চুল ভাল রাখার জন্য অবশ্য প্রয়োজন তেল। বোতলবন্দি তেল অনেকেরই পছন্দ নয়, ভয় থাকে রাসায়নিকেরও। তবে  ঘরোয়া পদ্ধতিতে প্রাকৃতিক উপাদানের সাহায্যে চুলের যত্ন নেওয়া ভালো। 


তাই বাড়িতেই তৈরি করে নিতে পারেন ওই তেল, কীভাবে? প্রথমে নারকেল তেল অল্প আঁচে গরম করুন। সেখানে আমলকি, মেথি বীজ দিয়ে দিন। ঘরে কালোঞ্জি থাকলে সেটাও দিতে পারেন। তারপর বেশ কিছুক্ষণ ফোটাতে হবে। এরপর আঁচ বন্ধ করে দিন। তারপর সময় নিয়ে ধীরে ধীরে ঠান্ডা করতে হবে। এবার ফুলের পাপড়ি দিয়ে দিতে পারেন। এবার ওই তেল ছেঁকে বোতলবন্দি করে ফেলুন। দীর্ঘদিন চলবে।


আরও পড়ুন...


উত্তরবঙ্গে টানা ১৭দিন শ্যুটিং, প্রথম ছবির শ্য়ুটিং-এর অভিজ্ঞতা কেমন ছিল সৌমিতৃষার?


চুলের স্বাস্থ্য ভালো রাখতে এই ভিটামিনের যথেষ্ট গুণ আছে। এছাড়াও জবা ফুলে আছে ভিটামিন বি। এই ভিটামিনের ঘাটতিতেও সহজেই চুলে পাক ধরতে পারে। তাই চুলের যত্নে এই ভিটামিনের ঘাটতি পূরণ করে জবা ফুল। জবা ফুলে প্রচুর পরিমাণ অ্যান্টি অক্সিড্যান্ট উপাদান আছে। ম্যাগনেশিয়াম, ক্যালশিয়ামের মতো উপকারী উপাদানও আছে।


কী উপকার জবা তেলে?


চুল পড়া কম হয়। নতুন চুল গজাতেও সাহায্য করে। চুলের বৃদ্ধিতে সাহায্য করে। জার্নাল অফ এথনোফার্মাসোলজিতে প্রকাশিত ২০০৩ সালেও এই উল্লেখ করা হয়েছে।
চুল থাকে নরম। জেল্লাও হয় দেখার মতো। পাকা চুল কালো করে। জবা ফুলে আছে প্রাকৃতিক পিগমেন্ট, অ্যান্টি অক্সিড্যান্ট এবং ভিটামিন। যা মেলানিন উৎপাদনে সাহায্য করে।


এর পাশাপাশি আপনাকে চুলের জন্য উপকারী হতে পারে কালো জিরার তেল।


কালো জিরার তেল মাথার ত্বকের অবস্থা ভাল করতে সাহায্য করে। কালো জিরায় প্রদাহবিরোধী বৈশিষ্ট্য রয়েছে যা মাথার ত্বক পরিষ্কার এবং শুষ্ক রাখে। কালো জিরার তেল চুলের বৃদ্ধি করে এবং চুল ফাটা রোধ করে। এই তেলটি তৈরি করতে, এক টেবিল চামচ কালো জিরে গুঁড়া করে নিন। তারপর একটি কাঁচের বয়ামে পরিমাণ মতো নারকেল তেল বা অলিভ অয়েল নিয়ে তাতে কালো জিরে গুঁড়া ভাল করে মিশিয়ে নিন। তারপর দু-তিনদিন রেখে দিলেই তৈরি কালো জিরার তেল। প্রতিবার ব্যবহার করার আগে এই তেলটি সামান্য পরিমাণে নিয়ে গরম করে মাথায় লাগান।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial