মুম্বই: ছোটপর্দার পরিচিত মুখ দেবিনা বন্দ্যোপাধ্যায় আপাতত কর্মসূত্রে মুম্বইবাসী। 'রামায়ণ' ধারাবাহিকের হাত ধরে তাঁর অভিনয় জগতে পরিচিতি। এরপর 'চিড়িয়াঘর' ধারাবাহিকে অভিনয় করেও সুনাম অর্জন করেছেন বাঙালি কন্যা। কলকাতায় দীর্ঘদিন মডেলিং-এর কাজ করেছেন তিনি। আপাতত ছবি বা ধারাবাহিক নয়, নিজের ইউটিউব চ্যানেল খোলার পরিকল্পনা করছেন দেবিনা। অনেকেই তাঁর কাছে তাঁর রুপচর্চার বিভিন্ন টিপস চান। শরীরচর্চা ও ত্বকের যত্ন নেওয়ার বিভিন্ন পদ্ধতিই সেই ইউটিউব চ্যানেলের মাধ্যমে তুলে ধরবেন তিনি। সোশ্যাল মিডিয়ায় হামেশাই ছোট রিল ভিডিও বা ফটো শেয়ার করে অনুরাগীদের মুগ্ধ করেন দেবিনা। সম্প্রতি মায়ের বিয়ের শাড়ি খুঁজে পেয়েছিলেন তিনি। তারপর..


সোশ্যাল মিডিয়ায় একটি ছোট্ট রিল পোস্ট করেছেন দেবিনা। সেখানে প্রথমে তাঁকে দেখা যাচ্ছে ঘরের আয়নার সামনে একবারে সাদামাটা পোশাকে বসে। তারপরেই এক মুহূর্তে বেশ বদল। পুরনো বেনারসী শাড়ি গয়নায় এক্কেবারে বাঙালি কনের সাজে সেজে উঠছেন দেবিনা। মাথায় ঘোমটা, পুরনো ধাঁচের গয়নায় প্রবাসী অভিনেত্রীকে চেনাই যায় না। দেবিনা উল্লেখ করেছেন, ভিডিওতে তিনি যে শাড়িটি পরেছেন, সেটি তাঁর মা বিয়ের সময় পরেছিলেন। এমনটি কপালে নিখুঁত চন্দন ও চোখে টানা কাজলও পরেছিলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় দেবিনার এই পোস্ট মন ছুঁয়ে যায় অনুরাগীদের।


লাগাতার লকডাউনের জেরে ক্ষতির মুখ দেখেছে বড় থেকে ছোট সমস্ত শিল্প। কাজ হারিয়েছে বহু মানুষ। এবার মুম্বইয়ের ছোট আঞ্চলিক শিল্পীদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন অভিনেত্রী দেবিনা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নিজের একটি ভিডিও পোস্ট করে দেবিনা। সেখানে তিনি বলছেন, 'রেড কার্পেট লুক থেকে বিমানবন্দরের সাধারণ পোশাক, স্টাইল সবটাই তৈরি করেন শিল্পীরা। ফ্যাশান ইন্ড্রাস্টিই সবসময় তারকাদের সাজিয়ে তোলে। এবার আমাদের সময় ছোট ছোট অঞ্চলিক শিল্পীদের কিছু ফিরিয়ে দেওয়ার। আমাদের কর্তব্য তাঁদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার।'


দেবিনা জানাচ্ছেন, মুম্বই ও আশেপাশের অঞ্চলের শিল্পীরা যদি তাঁর সঙ্গে যোগাযোগ করেন ও তাঁর কাছে তৈরি ফ্যাশান প্রোডাক্ট পাঠিয়ে দেন তবে সেগুলি নিয়ে ফটোশ্যুট করবেন দেবিনা। পোশাক হোক বা গয়না ও অন্যান্য সামগ্রী, সেগুলো পরে ফটোশ্যুট করে সেই ছবি নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করবেন দেবিনা। সঙ্গে থাকবে সেই পোশাক বা গয়না বিক্রেতার নাম ও সমস্ত তথ্য।


দেবিনা জানাচ্ছেন, এই কাজটি তিনি করবেন সম্পূর্ণ বিনামূল্যে। ফটোশ্যুট থেকে শুরু করে বিজ্ঞাপন, কোনও কিছুর জন্যই বিক্রেতার কাছ থেকে টাকা নেবেন না তিনি। বরং যদি একটু বিক্রি বাড়ে তাহলেই খুশি দেবিনা।