কলকাতা: আলাদা থাকতে শুরু করেছিলেন নভেম্বরের শুরু থেকেই। তবে কেবল তাঁরা নয়, টলিউডের অন্দরেও ছড়িয়েছিল গুঞ্জন। তবে ডিসেম্বরের প্রথমেই নিজেদের সম্পর্ক নিয়ে প্রকাশ্যে মুখ খুললেন দেবলীনা দত্ত ও তথাগত মুখোপাধ্যায়। দুজনে একরকম স্পষ্টতই জানিয়ে দিলেন, সম্পর্ক সুখকর নেই তাঁদের মধ্যে। ইতিমধ্যেই আলাদা থাকছেন তাঁরা।
অনুপম রায় (Anupam Roy)-পিয়া চক্রবর্তী (Piya Chakraborty), নুসরত (Nusrat Jahan) নিখিলের (Nikhil Jain) পর কী এবার ভাঙতে চলেছে দেবলীনা দত্ত (Debleena Dutt) ও তথাগত মুখোপাধ্যায়ের (Tathagata Mukherjee) সম্পর্ক। ডিসেম্বরের শহরে ফের টলি পাড়ায় বিচ্ছেদের সুর। দীর্ঘ ৮ বছরের বৈবাহিক জীবনে দাঁড়ি পড়তে চলেছে দেবলীনা দত্ত ও তথাগত মুখোপাধ্যায়ের। নভেম্বরের শেষ থেকেই দেবলীনা-তথাগত আলাদা থাকছেন। এবিপি আনন্দ দেবলীনার সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, তাঁরা একসঙ্গে থাকছেন না। কারণ তাঁর কাছে এই সম্পর্ক এই মুহূর্তে অর্থহীন।
এবিপি আনন্দর তরফে তথাগতর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, 'আমার জন্য দুটো সম্পর্কই কাজ করেনি। কন্যাকুমারী ও দেবলীনা দুজনের সঙ্গেই। সবসময় যে দুটো মানুষ একসঙ্গে চলতে পারবে এমন নয়। আমার সঙ্গে যখন কন্যাকুমারীর বিয়ে হয়েছিল, সেখানে দেবলীনা নিমন্ত্রিত ছিল। ও সেখানে কব্জি ডুবিয়ে খেয়েছে। তারপর কন্যাকুমারীর সঙ্গে আমার বিয়ে হয়েছে, ওর সঙ্গে তিন বছর সংসার করেছি। আমাদের বিচ্ছেদ হয়েছে। তারপর দেবলীনার সঙ্গে আমার সম্পর্ক গড়ে উঠেছিল। কন্যাকুমারীর সঙ্গে বিয়ের আগে থেকেই আমি আর দেবলীনা বন্ধু।'
অন্যদিকে, দেবলীনা দত্তের সঙ্গে যোগাযোগ করে হলে তিনি বলেন, 'সম্পর্কের ব্যাপারে আমি খুব একবগ্গা। যতক্ষণ মা অন্য তরফ থেকে কোনও সমস্যা আছে, আমি কাউকে ছেড়ে যাই না। তবে আমার মনে হয় তথাগত প্রেমে পড়েছে।'
বিবৃতি চট্টোপাধ্যায় এ নিয়ে বলেন, তিনি কোনও মন্তব্য করতে চান না।
নতুন ছবি 'ভটভটি'-র শ্যুটিং থেকেই নাকি বিবৃতি ও তথাগতর সম্পর্কের গভীরতা বাড়তে থাকে, টলিপাড়ায় কান পাতলে শোনা যায় এমনই গুঞ্জন। কিন্তু বার বার প্রশ্নের মুখে পড়েও বিবৃতির সঙ্গে তাঁর সম্পর্কের কথা অস্বীকার করেছেন তথাগত। তিনি বলেছিলেন, 'বিবৃতির সঙ্গে তাঁর সম্পর্ক গড়ে উঠলে সবার আগে নাকি জানবে দেবলীনাই।' তবে আজ এবিপি আনন্দের প্রশ্নের উত্তরে নিজেদের সম্পর্ক নিয়ে কোনও মন্তব্য করতে চাননি তথাগত বা বিবৃতি কেউই। তবে কি আরও এক বিচ্ছেদ দেখবে টলিউড? উত্তর দেবে সময়।