SSC Group-C: এসএসসি-র গ্রুপ সি-তে ফের ‘অনিয়ম’, ৩৫০ জনের বেতন বন্ধের নির্দেশ

Calcutta High Court: নথি খতিয়ে দেখে বেতন বন্ধ করবে কমিশন (SSC), নির্দেশ দিল হাইকোর্ট। মধ্যশিক্ষা পর্ষদের (West Bengal Secondary Education) সভাপতিকে হলফনামা দেওয়ার নির্দেশ আদালতের।

Continues below advertisement

কলকাতা: এসএসসি-তে ফের (SSC) ‘অনিয়ম’, গ্রুপ সি-তে ৩৫০ জনের বেতন বন্ধ। নথি খতিয়ে দেখে বেতন বন্ধ করবে কমিশন (SSC), নির্দেশ দিল হাইকোর্ট। প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর নিয়োগের অভিযোগ। মধ্যশিক্ষা পর্ষদের (West Bengal Secondary Education) সভাপতিকে হলফনামা দেওয়ার নির্দেশ আদা্লতের। জানাতে হবে কীভাবে সুপারিশপত্র পেয়েছেন, নিয়োগপত্র দিয়েছেন।জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট।

Continues below advertisement

আগের শুনানিতে, SSC’র গ্রুপ C পদে ভুয়ো নিয়োগ ধরে এক ব্যক্তির বেতন বন্ধের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি। এবার, এই মামলাতে ৩৫০ জনের বেতন বন্ধের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) । নথি খতিয়ে দেখে, স্কুল সার্ভিস কমিশনকে বেতন বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। কীভাবে সুপারিশপত্র? কীভাবে নিয়োগপত্র দেওয়া হয়েছে? মধ্যশিক্ষা পর্ষদের (West Bengal Board of Secondary Education) সভাপতিকে হলফনামা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।

গ্রুপ D’র পর, স্কুলে গ্রুপ C পদে নিয়োগেও দুর্নীতির অভিযোগ ওঠে। ২০১৬ সালে রাজ্যের সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতে SSC’র মাধ্যমে গ্রুপ C কর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু হয়। ২০১৯ সালের ১৮ মে সংশ্লিষ্ট প্যানেলের মেয়াদ শেষ হয়ে যায়। এরপর, মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে নিয়োগ, যোগ্যদের তুলনায় অযোগ্যরা চাকরি পাওয়ার মতো একাধিক অভিযোগে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন কয়েকজন চাকরিপ্রার্থী।

সেই মামলার শুনানিতে এদিন, বিচারপতি অভিজিত্‍ গঙ্গোপাধ্যায় বলেন, যে ৩৫০ জনের বিরুদ্ধে অভিযোগ, তাঁদের সুপারিশপত্র ও নিয়োগপত্র খতিয়ে দেখবে স্কুল সার্ভিস কমিশন। সেখানে, কোনও গড়মিল থাকলে বেতন বন্ধ করতে হবে। ৪ দিনের মধ্যে খতিয়ে দেখতে হবে নথি।এর পাশাপাশি, সুপারিশপত্র কীভাবে পেয়েছিলেন এবং কীভাবে নিয়োগপত্র দেওয়া হয়েছিল তা হলফনামা আকারে আদালতে জমা দিতে হবে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতিকে।অভিযুক্ত ৩৫০ জনকেও মামলার সঙ্গে যুক্ত করার জন্য স্কুল সার্ভিস কমিশনকে নির্দেশ দিয়েছে আদালত। ১৪ ডিসেম্বর এই মামলার পরবর্তী শুনানি।

আরও পড়ুন: Poush Mela 2021: 'বিশ্বভারতী কর্তৃপক্ষ জল, বিদ্যুৎ সংযোগ দিলে পৌষমেলায় আপত্তি নেই,' জানাল শান্তিনিকেতন ট্রাস্ট

Continues below advertisement
Sponsored Links by Taboola