কলকাতা: সদ্য 'বল্লভপুরের রূপকথা'-র থিয়েটার শেষ হয়েছে। আকাদেমির বাইরে দাঁড়িয়ে সবার সঙ্গে চা খাচ্ছেন তিনি। হঠাৎ অনির্বাণ ভট্টাচার্য্য সেখানে হাজির। কোনওরকম ভূমিকা না করেই তাঁর দিকে তাকিয়ে বললেন, 'শোন.. আমি বল্লভপুরের রূপকথা সিনেমা করছি। তোকে সঞ্জীবের চরিত্রটা করতে হবে।' এক মুহূর্ত সব চুপ। তারপরেই সম্মতিসূচক ঘাড় নাড়লেন তিনি। কিছু বুঝে ওঠবার আগেই যেন দেবরাজ ভট্টাচার্য (Debraj Bhattacharya) হয়ে উঠলেন 'বল্লভপুরের রূপকথা'-র সঞ্জীব।                                                               


শুধু গুরুত্বপূর্ণ চরিত্র নয়, এই ছবির সুরের পরিচালনাও (Music Direction) করেছেন দেবরাজ। এই জোড়া দায়িত্ব কতটা উপভোগ করলেন তিনি? এবিপি লাইভের প্রশ্নের উত্তরে অভিনেতা বলছেন, 'বল্লভপুরের রূপকথার সঞ্জীব আমার খুব প্রিয় একটা চরিত্র। অফারটা আমার কাছে বেশ অপ্রত্যাশিতভাবেই এসেছিল। শুধু অভিনয় নয়, এই ছবিতে আমি আর শুভদীপ গুহ সম্পূর্ণভাবে মিউজিকের কাজটা করেছি। মানুষ যে সেটা ভালবাসছেন, এটা বড় পাওয়া।'                                                                                                                                   


আরও পড়ুন: Surangana Bandyopadhyay Exclusive: 'নায়িকাসুলভ দূরত্ব নয়, আমার সাধারণের মধ্যে হারিয়ে যেতে ইচ্ছা করে'


'বল্লভপুরের রূপকথা'-র পরে মনে হচ্ছে, এই সুযোগ আরও আগে এলে ভাল হত? দেবরাজ বলছেন, 'আমি ২০১৮ সাল পর্যন্ত Minerva repertory theatre-এ ছিলাম। ওখানে কাজ করলে তার বাইরে আর কিছু করা যায় না। Minerva repertory theatre থেকে বেরনোর পরে আমার প্রথম কাজ বিবাহ অভিযান। আমার মনে হয় বল্লভপুরের রূপকথা আমার কাছে সঠিক সময়ে সঠিক সুযোগই নিয়ে এসেছে। তবে হ্যাঁ, এরপর ভাল কাজের অফার না পেলে আক্ষেপ হবে।'                                                                                                                 


কী ধরণের কাজের প্রত্যাশা রয়েছে? দেবরাজ বলছেন, 'চিত্রনাট্যে যে কোনও গুরুত্বপূর্ণ চরিত্র পেলেই আমি অভিনয় করব। আমার চেহারা নায়কসুলভ নয়, তাই নায়ক হওয়ার স্বপ্ন দেখি না কখনও। তবে এখন নায়কের ধারণা বদলাচ্ছে। আমায় কেন্দ্রিয় চরিত্র ভেবে যদি কোনও চিত্রনাট্য লেখা হয়, অবশ্যই অভিনয় করব।'