কলকাতা: 'ডাক দিয়েছে থিয়েটার.. মিছিল কিন্তু সব্বার' এই ডাক দিয়েই রাস্তায় শনিবার রাতে নেমেছিল থিয়েটারের সঙ্গে যুক্ত সমস্ত কর্মীরা। অন্যদিকে, এই একই দিনে, প্রায় একই সময়ে পথে নেমেছিল সিঁথির নাগরিক সমাজ। রাত দখলের পরে, শনিবার ফের জনপ্লাবন দেখল শহর কলকাতা। থিয়েটারের মিছিলে পা মেলালেন, দেবশঙ্কর হালদার (Debshankar Haldar), বাদশা মৈত্র (Badshah Moitra), দেবদূত, চৈতি ঘোষাল (Chaiti Ghoshal), সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherjee), নীল সুজন মুখোপাধ্যায় (Neel Sujan Mukherjee), পৌলমী চট্টোপাধ্যায়, সুদীপ্তা চক্রবর্তী (Sudipta Chakraborty)-রা। 


বুধবার রাতের পরে শনিবার রাতে মিছিলে পা মেলালেন হাজার হাজার মানুষ। তাঁদের মধ্যে ছিলেন দেবশঙ্কর হালদারও। এবিপি আনন্দকে দেবশঙ্কর হালদার বলেন, 'পথে নেমেছি। হাঁটছি। হাঁটলে অনেককে সঙ্গে পাওয়া যায়। যাঁরা ডাক দিয়েছেন, তাঁরাও রয়েছেন। সবাই বিচার চাইছেন, দোষীদের শাস্তি চাইছেন। এখানে আমার থিয়েটারের বন্ধুরা সবাই রয়েছেন। অনেকে হয়তো অন্য কোথাও থেকে প্রতিবাদে যোগ দিয়েছেন। বিচার চাই, সকলের ভাল হোক।'


অভিনেতা দেবদূত বলছেন, 'বিচারের নামে যেন প্রহসন না হয়ে দাঁড়ায়। আরজি করে যে ঘটনা ঘটেছে, সেটা ঘটানোর সাহস কে করেছে এটা আমরা কাউকে বলতে চাই না। কিছু দেগে দিতে চাইছি না। খুন করে বলতে চাইছি না এটা আত্মহত্যা, খুন নয়। পুলিশ আর সিবিআই যে তদন্ত করছে, তাতে এটা প্রমাণ হয়ে গিয়েছে যে এটা নৃশংস খুনের ঘটনা। পুলিশ আর সিবিআই সামনে নিয়ে আসুক ঘটনাটাকে। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিন। সিনিয়র চিকিৎসকদের বদলির নির্দেশ এবং তারপরে তা ফিরিয়ে নেওয়া, তাহলে ধরে নিতে হবে যে মানুষের গলার গর্জন স্বাস্থ্য দফতর অবধি পৌঁছচ্ছে। নারী সুরক্ষায় আমরা সবার প্রথমে ছিলা। যতক্ষণ না সেই গর্বের জায়গাটা ফিরে পাচ্ছি, আমরা রাস্তাতেই থাকব।'


অভিনেত্রী চৈতি ঘোষাল বলছেন, 'নিরাপত্তা ছাড়া আর কি চাইব? ঘটনাটা ঘটার পর থেকেই আমি রাস্তায়, আমি যেটুকু আমার অধিকার সেটুকুই তো চাইছি। আমি থিয়েটার করে যে বাড়িটায় ফিরছি, আমার সেই বাড়িটাই যদি নিরাপদ না হয়, তাহলে কী করব? কী ঘটছে আমরা কিচ্ছু জানি না! কলকাতার নাগরিক হিসেবে আমার ও তো একটা চাহিদা রয়েছে। কত মা নিশ্চয়ই ফোন করে বলেছে, আরজি করের ভিতরে ঢুকে গেছিল তো মা, তাহলে তুই সেফ। এই হচ্ছে তার চেহারা! আমাদের মেয়েরা অন্য রাজ্যে ডাক্তারি পড়ছে, তাদের নিরাপত্তা কোথায়?'


আরও পড়ুন: RG Kar News: 'আরজি কর পরিবারের পাশে চলচ্চিত্র পরিবার', ১৮ অগাস্ট টেকনিশিয়ান্স স্টুডিও থেকে প্রতিবাদ মিছিলের ডাক


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।