আমির, রণবীরকে দেখে শিখছেন অনিল কপূরের পুত্র
Web Desk, ABP Ananda | 14 Sep 2016 05:46 PM (IST)
মুম্বই: শীঘ্রই বলিউডে পা রাখতে চলেছেন অনিল কপূরের পুত্র হর্ষবর্ধন। রাকেশ ওমপ্রকাশ মেহরা পরিচালিত ‘মির্জা’-তে অভিনয় করেছেন হর্ষবর্ধন। পঞ্জাবের লোকগাথা ‘মির্জা-সাহিবান’-এর প্রেমকাহিনী নিয়ে তৈরি হয়েছে এই ছবি। ৭ অক্টোবর মুক্তি পেতে চলেছে হর্ষবর্ধনের প্রথম ছবি। বলিউডে অভিষেকের আগে অবশ্য অনিল কপূরের ছেলের মুখে বাবার নাম নেই। বরং বলিউডের অন্য দুই তারকার কথাই বলছেন হর্ষবর্ধন। তাঁর বক্তব্য, আমির খানের কাছ থেকে স্ক্রিপ্ট বাছাই করা শিখেছেন এবং রণবীর কপূরের স্বতঃস্ফূর্ততা অনুসরণ করার চেষ্টা করছেন। ২০০৮ সালে প্রথম এই ছবির প্রস্তাব পেয়েছিলেন হর্ষবর্ধন। সেই সময় চিত্রনাট্য লেখা শুরু করেন গুলজার। তখন হর্ষবর্ধনের বয়স ছিল মাত্র ১৮। তিনি কলেজ ছাত্র ছিলেন। পাঁচ বছর পরে হর্ষবর্ধনকে ছবির বিষয়ে ১৫ পাতার লেখা দেন রাকেশ। সেই লেখা পড়েই মুগ্ধ হয়ে ছবিতে কাজ করার সিদ্ধান্ত নেন হর্ষবর্ধন। সেই ছবি এবার মুক্তি পেতে চলেছে। মঙ্গলবার রাতে ‘মির্জা’-র গান মুক্তি পেয়েছে। সেই অনুষ্ঠানে আমির ও রণবীর প্রসঙ্গে হর্ষবর্ধন বলেছেন, ‘আমাদের প্রজন্মের উপর আমির খানের বিশাল প্রভাব রয়েছে। আমরা ২০০১ থেকে পরপর দিল চাহতা হ্যায়, লগান, রং দে বাসন্তী-র মতো ছবি দেখে বড় হয়েছি। সেই সময় অভিনেতারা একসঙ্গে অনেক ছবিতে কাজ করতেন। কিন্তু আমির একটি ছবিতে কাজ করার সময় অন্য কাজে মন দিতেন না। তাঁর ছবি বাছাই করা এবং সঙ্কল্প দেখে আমি অনুপ্রাণিত। রণবীর যেরকম স্বতঃস্ফূর্ত, সেটাও আমার খুব ভাল লাগে। ওর কাছ থেকেও শিখছি আমি।’ এই ছবিতে যেমন হর্ষবর্ধনের অভিষেক হচ্ছে, তেমনই ১৭ বছর পর ফের চিত্রনাট্য লিখেছেন গুলজার। তিনি শেষ চিত্রনাট্য লিখেছিলেন ‘হুতুতু’ ছবিতে। ‘মির্জা’-তে হর্ষবর্ধনের দ্বৈত চরিত্র। একদিকে তিনি রোম্যান্টিক, অন্যদিকে যোদ্ধা। এই দুই চরিত্রেই কাজ করে খুশি হর্ষবর্ধন।