মুম্বই: দীপক তিজোড়ি, টিনসেল টাউনে একসময় জমিয়ে অভিনয় করেছেন শাহরুখ খান, আমির খান, অক্ষয় কুমারের সঙ্গে। তাঁর পকেটে রয়েছে বহু হিট ছবির তালিকাও। পরিচালনাও করেছেন দীপক। কিন্তু বিয়ের কুড়ি বছর পর নিজের জীবনের চিত্রনাট্যে বোধহয় সবচেয়ে ফ্লপ এবং জঘন্য অধ্যায় দেখলেন দীপক।

দিন কয়েক আগে তাঁর বিবাহবহির্ভূত সম্পর্ক আছে এই সন্দেহে দীপকের স্ত্রী তাঁকে বাড়ি থেকে বের করে দেন। তাঁদের একটি কুড়ি বছরের মেয়েও আছে। বাড়ি থেকে বের করে দেওয়ার ঘটনার পরই আইনজীবীর সঙ্গে দেখা করেন দীপক। তখনই বিভিন্ন তথ্য সংগ্রহের সময় দীপক জানতে পারেন, তাঁর কুড়ি বছরের বিবাহিতা স্ত্রী শিবানী তোমার তাঁকে বিয়ের আগে কার্যত তাঁর আগের পক্ষের স্বামীর থেকে বিচ্ছেদই নেননি। এরফলে দীপকের সঙ্গে শিবানীর বিয়েটি কার্যত আইনি স্বীকৃতিই পাচ্ছে না।

প্রসঙ্গত, বিবাহবহির্ভূত সম্পর্ক আছে, এই সন্দেহের বশে শিবানী দীপককে বাড়ি থেকে বের করে দিয়ে ভরণপোষণ বাবদ টাকা দাবি করেন। তখনই আইনজীবীর পরামর্শ নিতে গিয়ে এই কঠিন সত্যটি দীপকের সামনে আসে। আপাতত দীপক তাঁর স্ত্রীর বিরুদ্ধে  পাল্টা মামলা করেছেন। এখন মামলাটির শুনানি চলছে বান্দ্রা পারিবারিক আদালতে।

এদিকে দীপকের এক ঘনিষ্ঠ বন্ধু সূত্রে খবর, যেহেতু এই বিয়েটিই আইনসম্মত নয়, সেখানে শিবানীকে ভরণপোষণ দেবেন কেন অভিনেতা-পরিচালক। এছাড়া তাঁদের মেয়ে সামারা, সেও নাবালিকা নন, প্রাপ্তবয়স্ক। সেই হিসেবে তাঁরও ভরণপোষণ বাবদ কোনও টাকা পাওয়া উচিত্ নয়। তবে বাবা-মেয়ের সম্পর্কের প্রশ্নে, সেই ঘনিষ্ঠ বন্ধুর দাবি, তাঁদের সম্পর্ক ভাল হলেও, মায়ের ঘনিষ্ঠই সামারা।

‘জো জিতা ওহি সিকান্দার’, ‘খিলাড়ি’, ‘আশিকি’, ‘কভি হাঁ কভি না’, ‘পহেলা নেশা’, ‘গুলাম’, ‘বাদশা’, ‘বাস্তব:দ্য রিয়েলিটি’’, ‘অনজাম’-এর মতো হিট ছবি বক্স অফিসকে উপহার দেওয়া অভিনেতা, আজ নিজের জীবনেরই এই অদ্ভুত ‘অনজামে’ কার্যত স্তম্ভিত হয়ে গেছেন।