মেলবোর্ন: বিরাট কোহলির উপর অস্ট্রেলিয়ানদের রাগ যেন কিছুতেই কমছে না। প্রাক্তন পেসার মার্ভ হিউজেস এবার ভারতের অধিনায়কের উদ্দেশে অশ্লীল শব্দ প্রয়োগ করে বসলেন। তিনি বলেছেন, ‘কোহলি একজন অসাধারণ খেলোয়াড়। ওকে সবাই নিজের দলে চাইবে। কিন্তু অন্য দলের হয়ে খেলতে দেখলে মনে হয় ...।’


অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার, সংবাদমাধ্যমের পাশাপাশি ক্রিকেট অস্ট্রেলিয়ার সিইও জেমস সাদারল্যান্ডও বিরাটের সমালোচনা করেছেন। ভারতের অধিনায়কও সিরিজ জয়ের পর বলেছেন, অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের তিনি আর বন্ধু মনে করেন না। পরে অবশ্য ট্যুইট করে বিরাট বলেছেন, তিনি অস্ট্রেলিয়ার সব ক্রিকেটারের উদ্দেশে এই মন্তব্য করেননি। মাত্র দু জনের উদ্দেশেই এই মন্তব্য করেছেন।

১৯৮৫ থেকে ১৯৯৩ সাল পর্যন্ত অস্ট্রেলিয়ার হয়ে খেলেছেন হিউজেস। তিনি ৫৩টি টেস্ট এবং ৩৩টি একদিনের ম্যাচ খেলেছেন। এই প্রাক্তন ক্রিকেটারের দাবি, অস্ট্রেলিয়া সিরিজের প্রথম টেস্ট জেতায় আখেরে ভারতেরই লাভ হয়েছে। এর ফলে দ্বিতীয় টেস্ট থেকেই খেলার ধারা বদল করে ভারত। এমনকী, চতুর্থ টেস্টে চোটের জন্য বিরাটের খেলতে না পারায় ভারতের উপকার হয়েছে।