নয়াদিল্লি: ভারতীয় ইউটিউবার (YouTuber) ও কনটেন্ট ক্রিয়েটরদের (Content Creator) মধ্যে প্রথম সারিতেই পড়ে ভুবন বামের নাম (Bhuvan Bam)। অভিনয়ও করেছেন তিনি। এবার তিনিও ডিপফেক ভিডিওর (Deepfake Video) শিকার। ওশিওয়াড়া থানায় (Oshiwara Police Station) অভিযোগ দায়ের করলেন ভুবন। 


'ডিপফেক' ভিডিওর শিকার ভুবন বাম, থানায় অভিযোগ দায়ের


সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে ভুবন বাম সাধারণ মানুষকে টেনিসে বিনিয়োগ করতে বলছেন একটি নির্দিষ্ট বুকির ভবিষ্যদ্বাণীর মাধ্যমে। যদিও এই ভিডিওটি সম্পূর্ণই ভুয়ো। 'ডিপফেক' পদ্ধতিতে তৈরি এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে ব্যবস্থা নিলেন ভুবন নিজেই। মুম্বইয়ের ওশিওয়াড়া থানায় গিয়ে অভিযোগ দায়ের করলেন তিনি, এবং এই ডিপফেক ভিডিওর বিভ্রান্তিকর এবং কলঙ্কজনক প্রকৃতির প্রতি দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেন। আপাতত ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। 


এই বিষয়ে ভুবন তাঁর অনুরাগীদেরও সাবধান করেছেন। তিনি বলেন, 'আমি আমার সমস্ত অনুরাগী ও অনুগামীদের সতর্ক করতে চাই আমার মুখে তৈরি একটি ডিপফেক ভিডিও সম্পর্কে যা এখন সোশ্যাল মিডিয়ায় ঘুরছে খুব। এই ভিডিওটি সম্পূর্ণ ভুয়ো এবং বিপথগামী, একটি নির্দিষ্ট বুকি দ্বারা ভবিষ্যদ্বাণীর মাধ্যমে টেনিসে বিনিয়োগ করতে লোকেদের উত্সাহিত করছে। আমার টিম ইতিমধ্যেই ওশিওয়াড়া পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করেছে এবং ওঁরা তদন্ত শুরু করেছেন।' তিনি আরও বলেন, 'আমি সকলকে অনুরোধ করছি এই ভিডিওটিকে বিশ্বাস করবেন না। দয়া করে সাবধানে থাকুন এবং কোনওরকম বিনিয়োগ করা থেকে দূরে থাকুন যা সমস্যার সৃষ্টি করতে পারে বা আর্থিক ক্ষতি করতে পারে। সতর্ক থাকা এবং এই প্রতারণামূলক টোপ দ্বারা বিভ্রান্ত না হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।'


আরও পড়ুন: Ram Krishnaa: বিশ্বাসের রথের রশিতে পড়বে টান, নিজের যোগ্যতা প্রমাণ করতে পারবে রাম?


ভুবন বাম প্রথম ভারতীয় তারকা নন যিনি এই ডিপফেক ভিডিওর শিকার হচ্ছেন। এর আগে রশ্মিকা মান্দান্না, আলিয়া ভট্ট, ক্যাটরিনা কাইফ, কাজলের মতো একাধিক অভিনেতা অভিনেত্রীও পড়েন এই ফাঁদে। সম্প্রতি সংঘটিত লোকসভা নির্বাচনের আবহে এই ডিপফেকের পরিমাণ আরও বেড়ে যায়। একাধিক রাজনৈতিক ভিডিওয় বিভিন্ন তারকার মুখ বসিয়ে ডিপফেক ভিডিও তৈরি করা হয়। এই সমস্যার শিকার হন রণবীর সিংহ, আমির খান প্রমুখ। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।