মুম্বই: বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছে বলিউডের দুই জনপ্রিয় তারকা রণবীর সিংহ (Ranveer Singh) এবং দীপিকা পাড়ুকোনের (Deepika Padukone) মধ্যে সম্পর্ক ঠিক যাচ্ছে না। তাঁরা একে অপরের সঙ্গে থাকছেন না। এমনকি তাঁদের মধ্যে বিচ্ছেদ হয়ে গিয়েছে বলেও বিভিন্ন সূত্রে খবর পাওয়া যায়। এই প্রসঙ্গে এতদিন পর্যন্ত মুখ খুলতে দেখা যায়নি রণবীর সিংহ কিংবা দীপিকা পাড়ুকোনকে। অবশেষে বিচ্ছেদ প্রসঙ্গে মুখ খুললেন 'পিকু' অভিনেত্রী।
বিচ্ছেদ প্রসঙ্গে স্পষ্ট কথা জানিয়ে দিলেন দীপিকা পাড়ুকোন-
কিছুদিন আগেই ফ্যাশন শোয়ে একসঙ্গে দেখা যায় দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিংহকে। এরপর থেকেই শোনা যায় দুই তারকার সম্পর্কে ভাঙন ধরেছে। একে অপরের সঙ্গে কথাবার্তাও বন্ধ হয়ে গিয়েছে তাঁদের। এমনকি শোনা গিয়েছে যে, তাঁরা নাকি একসঙ্গে থাকছেনও না। সম্প্রতি এক সাক্ষাৎকারে রণবীর সিংহের সঙ্গে বিচ্ছেদ প্রসঙ্গে নিজের প্রতিক্রিয়া দিলেন দীপিকা পাড়ুকোন। তিনি বলেন, 'আমার স্বামী (রণবীর সিংহ) একটি মিউজিক ফেস্টিভ্যালে গিয়েছিলেন গত একটা সপ্তাহ ধরে। ও ফিরতে চলেছে। আর ও ফিরে আমার মুখ দেখে খুশি হবে।'
আরও পড়ুন - Alia Bhatt: প্রাক্তন সিদ্ধার্থ মলহোত্রর কাছ থেকে কী উপহার পেয়েছিলেন আলিয়া?
বিভিন্ন সূত্র অনুযায়ী জানা যায়, একটি ভাইরাল ট্যুইটের পর থেকেই দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংহের সম্পর্কে ভাঙন প্রসঙ্গে গুঞ্জন জোরালো হয়। ভাইরাল হওয়ার ট্যুইটটিতে দাবি করা হয় যে, সম্পর্ক ঠিক যাচ্ছে না দুই তারকার মধ্যে। যদিও তারপরই এক সাক্ষাৎকারে অভিনেতা বলেন, 'টাচউড। আমাদের দেখা হয়। আমরা একে অপরকে ডেটিং করতে শুরু করি ২০১২ সাল থেকে। আর এটা ২০২২। দেখতে দেখতে আমার আর দীপিকার ১০ বছর হয়ে গেল।'
অন্যদিকে, বর্তমানে একাধিক ছবির কাজে ব্যস্ত রয়েছেন রণবীর সিংহ এবং দীপিকা পাড়ুকোন। রণবীরকে শীঘ্রই দেখা যাবে রোহিত শেট্টির ছবি 'সার্কাস'-এ। এই ছবিতে তাঁর সঙ্গে দেখা যাবে পূজা হেগড়ে এবং জ্যাকলিন ফার্নান্ডেজকে। এছাড়াও তিনি কিছুদিন আগেই শেষ করেছেন 'রকি অউর রানি কি প্রেম কাহানি' ছবির। এই ছবিতে তিনি অভিনয় করছেন আলিয়া ভট্টের বিপরীতে। 'রকি অউর রানি কি প্রেম কাহানি' ছবিটি তৈরি করছেন কর্ণ জোহর।
বলিউড ডিভা দীপিকা পাড়ুকোনকেও দেখা যেতে চলেছে একাধিক ছবিতে। তাঁকে শীঘ্রই দেখা যাবে 'পাঠান' ছবিতে। এই ছবিতে তাঁর বিপরীতে অভিনয় করতে দেখা যাবে শাহরুখ খানকে। এছাড়াও এই ছবিতে দেখা যাবে জন আব্রাহামকে। এছাড়াও আরও বেশ কিছু ছবি রয়েছে তাঁর হাতে। অমিতাভ বচ্চন এবং দক্ষিণী সুপারস্টার প্রভাসের সঙ্গে তাঁকে দেখা যাবে 'প্রোজেক্ট কে' ছবিতে। এর পাশাপাশি প্রথমবার হৃত্বিক রোশনের সঙ্গে জুটি বাঁধতে দেখা যাবে তাঁকে। দীপিকা পাড়ুকোন এবং হৃত্বিক রোশন জুটি বাঁধছেন 'ফাইটার' ছবিতে। যেটি মুক্তি পাবে আগামী বছর।