ক্যানবেরা: অবিশ্বাস্য, দুরন্ত, উড়ন্ত পাখি, সুপারম্যান। যতগুলো বিশেষণ যোগ করা যায়, নিঃন্দেহে তা নিয়ে তর্ক হওয়া উচিত নয়। অস্ট্রেলিয়ার (Australia) বিরুদ্ধে তাঁদেরই ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজ খেলছে ইংল্যান্ড। আর সেই সিরিজের দ্বিতীয় ম্যাচে বেন স্টোকসের দুরন্ত ফিল্ডিং আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে থাকল। লং অফে নিশ্চিত ছক্কা বাঁচিয়ে দিলেন ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার তাঁর অসামান্য ফিটনেসের দক্ষতায়।


 






স্যাম কারানের বলে লং অফের ওপর দিয়ে লম্বা ছক্কা হাঁকাতে চেয়েছিলেন মিচেল মার্শ। কিন্তু সেখানে দাঁড়িয়ে ছিলেন স্টোকস। যখন তিনি বুঝতে পারেন যে ক্যাচ ধরা তাঁর পক্ষে সম্ভব হবে না, তখন শরীর ছুড়ে দিয়ে বলটিকে শরীরের দুর্দান্ত রিফ্লেক্সে বাউন্ডারি লাইনের ভেতরে টেনে আনেন তারকা অলরাউন্ডার। শুধু তাইই নয়। এরপর দ্রুত বাউন্ডারি লাইনের ওপার থেকে এসে বলটি ছুড়ে মারেন বোলিং এন্ডে। ম্যাচেও ইংল্যান্ড জয় পায়। কিন্তু স্টোকসের দুর্দান্ত ফিল্ডিংয়ের এই ক্লিপিংস সোশাল মিডিয়ায় মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়। ইংল্যান্ডও অস্ট্রেলিয়ার মাটিতে টি-টোয়েন্টি সিরিজ জিতে নিল। অজিরা টি-টোয়েন্টি বিশ্বকাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। আর কিছুদিন পর সেই দেশেই বসতে চলেছে বিশ্বকাপের আসর। তার আগে এই জয় আত্মবিশ্বাস বাড়াবে বাটলার বাহিনীর। উল্লেখ্য, ইতিমধ্যেই ভারতীয় দল অস্ট্রেলিয়ায় পৌঁছে গিয়েছে টি-টােয়েন্টি বিশ্বকাপ খেলতে। 


এদিকে, চোট সারিয়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে (One Day Series) প্রত্যাবর্তনেই নজর কেড়েছেন। গতকাল অরুণ জেটলি স্টেডিয়ামে শেষ ওয়ান ডে ম্যাচে ৪ উইকেট তুলে নিয়েছেন এই চায়নাম্যান। ম্যাচের সেরাও নির্বাচিত হয়েছেন। টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে থাকার স্বপ্নভঙ্গ হয়েছে। এবার আর পেছনে ফিরে তাকাতে রাজি নন কুলদীপ যাদব। তাই ফল নিয়ে না ভেবে নিজের কাজ করে যেতে চান তিনি। গতকাল ম্যাচের শেষে নিজের লক্ষ্য পরিষ্কার করে দিলেন ২৭ বছরের তরুণ এই লেগস্পিনার।


কী বলছেন কুলদীপ?


ম্যাচের সেরা হয়ে কুলদীপ যাদব বলছেন, ''ম্যাচের সেরার পুরস্কার পেলে সবসময়ই ভাল লাগে। উইকেট দুর্দান্ত ছিল। বোলিংটা খুব উপভোগ করছি। ফলাফল নিয়ে আমি আর বেশি ভাবি না। নিজের লক্ষ্যে স্থির থাকতে চাই। কাজটা করে যেতে চাই। ছন্দ ধরে রাখলেই সাফল্য আসবে।''


আরও পড়ুন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিসিআইয়ের মসনদে, কে এই রজার বিনি?