কলকাতা: বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন (Deepika Padukone) সন্দীপ রেড্ডি বঙ্গার নতুন ছবি 'স্পিরিট' থেকে বাদ গিয়েছেন। কারণ হিসাবে বঙ্গা জানিয়েছেন, দীপিকা ৮ ঘণ্টার বেশি কাজ করতে চাননি। এই বিষয়টি মেনে নেননি বঙ্গা। সেই কারণেই দীপিকাকে বাদ পড়তে হয়েছে ছবি থেকে। কিন্তু দীপিকা যে বিশেষ কিছু চাননি, সেই কথা বারে বারেই বলেছেন বলিউডের একাধিক তারকা। আর এবার, দীপিকার পাশে দাঁড়ালেন পরিচালক সিদ্ধার্থ পি মলহোত্র। তিনি বলছেন, দীপিকা যেটা চেয়েছেন, সেটা নতুন কিছুই নয়। এর আগে অনেক অভিনেত্রীই এমন করেছেন।
সম্প্রতি পরিচালক সিদ্ধার্থ পি মালহোত্র আইএএনএস-কে একটি সাক্ষাৎকারে বলেছেন- 'আমরা সম্পূর্ণ ছবি 'হিচকি' ২৮টি আট ঘণ্টার শিফটে শেষ করেছি। রানি মুখোপাধ্যায় হোক, বাচ্চা হোক, ক্যামেরাম্যান হোক বা স্পট বয়, সবাই সেই সময়ে শুটিং শেষ করেছেন। এমনটা অনেক বছর ধরেই হয়ে আসছে।'
'দীপিকা নতুন কিছু চাইছেন না...'
পরিচালক আরও বলেন- 'যখন আমি ২০১০ সালে কাজলকে নিয়ে শুটিং করছিলাম, তখন তিনি আট ঘণ্টার শিফটে কাজ করতেন। তিনি পরিষ্কার করে দিয়েছিলেন যে তিনি হয় সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত, অথবা সকাল ৭টা থেকে দুপুর ২টা পর্যন্ত, অথবা রাতে আট ঘণ্টার শিফটে কাজ করবেন। রানীও একই কাজ করেছেন। দীপিকা নতুন কিছু চাইছেন না।'
'দীপিকা পাডুকোনের নামে পাবলিসিটি...'
সিদ্ধার্থ সবশেষে বলেন- 'যদি আমার কোনও অভিনেতার প্রয়োজন হয় এবং আমার বিশ্বাস থাকে যে আমি সেই কাজের ঘণ্টার মধ্যে ছবি শেষ করতে পারব, তাহলে আমি তাঁর সঙ্গে দিনে ৬ ঘণ্টাও কাজ করব। এটা শুধু অভিনেতা নিয়ে নয়। মানুষ শুধু দীপিকা পাড়ুকোনের নামে পাবলিসিটি পাচ্ছে। তিনি পরিবারের জন্য সময় চাইছেন, তিনি কী ভুল চাইছেন?'
প্রসঙ্গত, ছবি শুরু করার আগেই দীপিকা স্পষ্ট জানিয়ে দেন, পরিবারকে সময় দেওয়া তাঁর কাছে জরুরি। সেই কারণে তিনি দিনে ৮ ঘণ্টার বেশি কাজ করবেন না। এখানেই শেষ নয়, দীপিকা বলেছিলেন, ১০০ দিনের মধ্যে তাঁকে ছবি শেষ করতে হবে। তা যদি না হয়, তাহলে প্রত্যেক দিনের জন্য টাকা দিতে হবে তাঁকে। এই সমস্ত শর্তে রাজি ছিলেন না বঙ্গা। তিনি দীপিকাকে নারীবাদ নিয়ে খোঁটা দিয়েছিলেন। তবে এই ঘটনার পরে কার্যত দ্বিধাবিভক্ত হয়ে গিয়েছে বলিউড। অনেকে যেমন বঙ্গার পাশে দাঁড়িয়েছেন, তেমন অনেকেই সমর্থন করেছেন দীপিকাকে। কাজের পাশাপাশি পরিবারকে সময় দেওয়া যে কতটা গুরুত্বপূর্ণ, সেই কথা জানিয়ে দিপীকার পাশে দাঁড়িয়েছেন সেফ আলি খান (Saif Ali Khan) থেকে শুরু করে অজয় দেবগণ (Ajay Devgan), কাজল (Kajol) পর্যন্ত।