মুম্বই: উইমেন্স প্রিমিয়ার লিগে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে ১৫০ রান বোর্ডে তুলে নিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore)। ব্যাট হাতে দুরন্ত অপরাজিত অর্ধশতরানের ইনিংস খেললেন এলিসা পেরি। ৫২ বলে ৬৭ রানের ইনিংস খেলেন অজি তারকা ক্রিকেটার। তাঁর অর্ধশতরানের ওপর নির্ভর করেই মূলত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে বোর্ডে ১৫০ রান তুলে নেয় আরসিবি।
এদিন টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন দিল্লি ক্যাপিটালসের ক্য়াপ্টেন শেফালি ভার্মা। ব্য়াট করতে নেমে ব্য়ক্তিগত ৮ রানের মাথায় প্যাভিলিয়নে ফেরেন আরসিবি ক্য়াপ্টেন স্মৃতি মন্ধানা। এরপর সোফি ডিভাইনের সঙ্গে জুটি বাঁধেন এলিসা পেরি। বল হাতেই বেশিরভাগ ২২ গজে নজর কেড়ে থাকেন তিনি। কিন্তু অস্ট্রেলিয়ার সুন্দরী তারকা ক্রিকেটারের যে ব্য়াটের হাতটাও খারাপ না, তা এদিন বুঝিয়ে দিলেন পেরি। সোফি ২১ রানে ফিরে গেলেও নিজের অর্ধশতরান পূরণ করেন পেরি। নিজের ইনিংসে ৪টি বাউন্ডারি ও ৫টি ছক্কা হাঁকান এলিসা।
শেষের দিকে এসে পেরিকে যোগ্য সঙ্গ দেন বাংলার রিচা ঘোষ। শিলিগুড়ির মেয়ে রিচা ১৬ বলে ঝোড়ো ৩১ রানের ইনিংস খেলেন এদিন। ৩টি বাউন্ডারি ও ৩টি ছক্কা হাঁকান রিচা। দিল্লি ক্যাপিটালসের শিখা পাণ্ডে বোলারদের মধ্যে সর্বোচ্চ ৩ উইকেট নেন।
শ্রেয়সের চোট
আইপিএল শুরু হতে আর দিন পনেরো বাকি। ১ এপ্রিল মোহালিতে পাঞ্জাব কিংস ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে কলকাতা নাইট রাইডার্স। তার আগে পিঠের চোটে নাজেহাল অবস্থা শ্রেয়সের। পরিস্থিতি এতটাই সঙ্গিন যে, আমদাবাদে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চতুর্থ টেস্টে ভারতের প্রথম ইনিংসে ব্যাটই করতে পারেননি শ্রেয়স। নবম উইকেট পতনের পরই ভারতকে অল আউট ঘোষণা করা হয়। কারণ, ম্যাচ রেফারি ও আম্পায়ারদের জানিয়ে দেওয়া হয় যে, ব্যাট করতে অক্ষম শ্রেয়স।
ম্যাচের তৃতীয় দিন শ্রেয়সের আগে ব্যাট করেন রবীন্দ্র জাডেজা। তখনও শ্রেয়সের চোটের ব্যাপারটা জানাজানি হয়নি। বরং মনে করা হয়েছিল যে, ডানহাতি-বাঁহাতি কম্বিনেশনের জন্যই শ্রেয়সের আগে পাঠানো হয়েছে জাডেজাকে। কিন্তু পরে ম্যাচের চতুর্থ দিন জাডেজা আউট হওয়ার পরেও শ্রেয়স ব্যাট করতে নামেননি। পরে ভারতীয় শিবির থেকে জানানো হয় যে, পিঠের নীচের অংশের ব্যথায় কাবু শ্রেয়স। তাঁকে স্ক্যান করার জন্য আমদাবাদের এক হাসপাতালে পাঠানো হয়।