মুম্বই: পদ্মাবতীর শ্যুটিংয়ে যেতে নাকি সুবিধে হচ্ছে।

তাই এক অ্যাপার্টমেন্টে থাকছেন দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংহ।

রাজস্থানে বারবার ছবির সেটে হামলার জেরে সেখান থেকে সরিয়ে আনা হয়েছে শ্যুটিং। এখন শ্যুট হচ্ছে মুম্বইয়ের বাইরে, দাহিসরে।

নিজের বাড়ি থেকে রোজ রোজ শ্যুটিং স্পটে যাওয়ার বদলে কাছাকাছি রণবীরের অ্যাপার্টমেন্টে থাকছেন দীপিকা। সাধারণত রণবীর এই অ্যাপার্টমেন্টে আসেন বিশেষ কোনও ছবির জন্য নিজের মত করে আলাদা প্রস্তুতি নিতে। লিভ টুগেদার করার ফলে তাঁরা নিজেদের মধ্যে সময়ও কাটাতে পারছেন।

মাঝখানে শোনা যাচ্ছিল, দীপিকা-রণবীর সম্পর্কে চোনা পড়েছে। তা যে নেহাতই গুজব, তা তাঁদের এই একসঙ্গে থাকার সিদ্ধান্তে প্রমাণ হয়ে গেল।