কলকাতা: পায়ে পায়ে আজ ৬ বছরে পা দিল তাঁদের বিয়ে। ২০১৮ সালের ১৪ নভেম্বর ইতালির লেক কোমোতে স্বপ্নের বিবাহ সেরেছিলেন দীপিকা পাড়ুকোন (Deepika Padukone) ও রণবীর সিংহ (Ranveer Singh)। সেই বিবাহের পরে কেটে গিয়েছে ৬টা বছর। তাঁদের কোলে এসেছে ছোট্ট কন্যা সন্তান। নাম রেখেছেন 'দুয়া'। জীবনে 'দুয়া' আসার পরে এই প্রথম তাঁদের বিবাহবার্ষিকী। কিন্তু কীভাবে শুরু হয়েছিল রণবীর দীপিকার প্রেম? অনেকেই জানেন, তাঁদের প্রেম শুরু হয়েছিল 'গোলিয়োঁ কি রাসলীলা-রাম লীলা' ছবির সেট থেকেই। কিন্তু এই সেটে কী ঘটেছিল? সেই কথা একটি টক শো-তে প্রকাশ্যে এনেছিলেন রণবীর। 


রণবীর সেই শো-তে বলেছিলেন, একটি বিশেষ দিনের কথা। দিনটি ছিল ছবির ব়্যাপ আপের দিন। সেটে খাওয়া-দাওয়ার আয়োজন করা হয়েছিল। আর সেখানেই সবাই কাঁকড়া খাচ্ছিলেন। দীপিকা ও রণবীর কথা বলতে বলতেই কাঁকড়া খাচ্ছিলেন। হঠাৎ রণবীর দেখেন, দীপিকার দাঁতের ফাঁকে কাঁকড়া লেগে রয়েছে। সেইটা রণবীর দীপিকাকে বলেও দেন। রণবীর ভেবেছিলেন দীপিকা বোধহয় খুব অপ্রস্তুত হবেন। লজ্জায় পড়বেন। কিন্তু তা হল না। দীপিকা এক ফোঁটাও অপ্রস্তুত হলেন না। বরং রণবীরকেই বললেন, দাঁত থেকে কাঁকড়াটা বের করে দিতে। এতে উল্টে সমস্যায় পড়লেন রণবীরই। লজ্জাই পেলেন। তবুও তিনি হাত দিয়েই দীপিকার দাঁত থেকে কাঁকড়া বের করে দিলেন। তার সেই সময়ে যেন রণবীরের মতো হল তাঁর শরীরে যেন বিদ্যুৎ বয়ে গেল। সেদিন যেন নতুন করে দীপিকার প্রেমে পড়ে গিয়েছিলেন রণবীর। 


সোশ্যাল মিডিয়ায় এখন জন্মের পরে সন্তানের ছবি ভাগ না করে নেওয়াটাই দস্তুর। এই পথে প্রথম হেঁটেছিলেন অনুষ্কা শর্মা (Anushka Sharma)। ভামিকার জন্মের পরে সোশ্যাল মিডিয়ায় কোনও ছবি শেয়ার করে নেননি তাঁরা। এখনও পর্যন্ত ভামিকা আর পুত্র অকায়কে পাপারাৎজিদের থেকে দূরেই রেখেছেন তাঁরা। আর এবার দীপিকা পাড়ুকোনে। জন্মের পরেই কন্যাসন্তানের কোনও ছবি প্রকাশ্যে আনেননি তাঁরা। জন্মের বেশ কিছুদিন পরে, যখন খুদের নাম ঠিক হয়, সেই নাম জানানোর জন্য দীপিকা শেয়ার করে নিয়েছিলেন একরত্তির দুটি পায়ের ছবি। লাল মখমলের বাঁধনি কাপড়ের ওপর শোয়ানো সেই পায়ে জড়ির কাজ করা পাজামা পরানো ছিল। দীপিকা মেয়ের নাম রেখেছেন দুয়া। হিন্দিতে 'দুয়া' শব্দের বাংলা অর্থ আশীর্বাদ। মেয়ে যে তাঁদের কাছে আশীর্বাদের মতোই, সেই বার্তা দিতেই এই নাম রেখেছেন দীপিকা। 


আরও পড়ুন: Sobhita Dhulipala-Naga Chaitanya: আগামী মাসেই বিয়ে, পরিবারের আবেগকে মর্যাদা দিয়েই বিবাহের জায়গা বাছলেন নাগা চৈতন্য ও শোভিতা


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।