২৫ কোটি টাকা অনুদান দিয়ে প্রশংসিত হয়েছেন অক্ষয় কুমার। ৫০০ কোটি টাকা তহবিলে দিয়েছে টাটা গোষ্ঠী। এছাড়াও বলিউড থেকে টলিউডের বিভিন্ন তারকারা অনুদান দিয়েছেন। সমস্ত তারকাদের ট্যুইট করে ধন্যবাদও জানান নরেন্দ্র মোদি। তিনি বার্তা দেন, 'প্রত্যেকের কষ্টার্জিত উপার্জন দিয়ে করোনা প্রতিরোধে জোর লড়াই করা হবে।'
এবার পিএমকেয়ারস- এ অনুদান দিলেন বলিউডের পদ্মাবতী ও খিলজি, অর্থাৎ রণবীর সিংহ ও দীপিকা পাড়ুকোন। তবে কত টাকা দিয়েছেন সেই অঙ্ক ঘোষণা করেননি তাঁরা। কেবল একটি লেখা পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। সেখানে লেখা, 'করোনা মোকাবিলায় প্রত্যেক ভারতীয়র অনুদান দেওয়া আবশ্যিক কর্তব্য। আমরা সবাই একসঙ্গে রয়েছি ও আমরা এই লড়াইয়ে জিতবই।'
এর আগেও দক্ষিণী তারকা প্রভাস, রজনীকান্ত সহ, সলমন খান, শাহরুখ খান, ভিকি কৌশল, প্রিয়ঙ্কা চোপড়া, সারা আলি খান, মাধুরী দীক্ষিত, আশা ভোঁসলে ও অন্যান্যরা। তবে দান করলেও টাকার অঙ্ক গোপন রেখে অনুরাগীদের মন জয় করে নিয়েছেন বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা। অনুদানের অঙ্ক জানাননি আয়ুষ্মান খুরানা ও রাজকুমার হিরানিও। এবার সেই পথেই হাঁটলেন দীপিকা-রণবীর।
কেবল একটি লেখা শেয়ার করেই অনুদানের সম্পর্কে জানান তাঁরা। প্রিয় নায়ক-নায়িকার এই পদক্ষেপ প্রশংসিত হয় অনুরাগীদের কাছেও।