নয়াদিল্লি: রণবীর কপূরের সঙ্গে দীপিকা পাড়ুকোনের বিয়ে যে ঠিক হয়ে গিয়েছে, সেটা কিছুদিন আগেই জানা গিয়েছিল। পরিবারের লোকজনের সঙ্গে বিয়ের জন্য শপিং করতেও দেখা যায় এই অভিনেত্রীকে। এবার একটি সংবাদমাধ্যম সূত্রে খবর, আগামী ১৯ নভেম্বর বিয়ে করতে চলেছেন বলিউডের বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় এই অভিনেতা-অভিনেত্রী।

রণবীর ও দীপিকা অবশ্য এখনও তাঁদের বিয়ের খবরের সত্যতা স্বীকার করেননি। রণবীর দাবি করেছেন, তাঁদের বিয়ের বিষয়ে এখনও কিছুই ঠিক হয়নি। সেরকম কিছু হলে তিনিই সবাইকে খবর দেবেন।

বলিউডে এখন বিয়ের পালা চলছে। সম্প্রতি বিয়ে করলেন সোনম কপূর। গত ডিসেম্বরে বিরাট কোহলিকে বিয়ে করেছেন অনুষ্কা শর্মা। এবার রণবীর-দীপিকার বিয়ের পালা।