ভিডিওতে রণবীর ও দীপিকাকে একে অপরের হাত ধরে ঘুরতে দেখা যাচ্ছে। এরইমধ্যে এক অনুরাগী তাঁদের ছবি তোলার অনুমতি চান। রণবীর সিংহ কিছু না বলেই এগিয়ে যান। কিন্তু ফোনে ছবি তুলতে দেখে দীপিকা রেগে যান। অন্তত ভিডিও দেখে তেমনটাই মনে হচ্ছে। দীপিকা ওই অনুরাগীর দিকে এগিয়ে যান।
এরপর অবশ্য কী হল তা জানা যায়নি।
সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুসারে, দীপিকা ও রণবীর ইতালিতে বিয়ে করবেন। এজন্য তাঁরা ইতালির লেক কোমো লোম্বার্ডিকে বেছে নিয়েছেন।
এথানে টম ক্রুজ ও জর্জ ক্লুনির মতো বলিউড তারকাও বিয়ের জন্য এই জায়গাকেই বেছে নিয়েছিলেন। দুই পরিবারই বিয়ের আগের রীতিনিয়ম সম্পূর্ণ করেছেন বলেও খবর। এখন চলছে বিয়ের প্রস্তুতি।