মুম্বই: দীপিকা পাড়ুকোনের মুকুটে জুড়ল নতুন পালক। মানসিক স্বাস্থ্য সম্পর্কিত সচেতনতা তৈরী করার জন্য ২৬তম ‘অ্যানুয়াল ক্রিস্টাল অ্যাওয়ার্ড’ এল দীপিকার দখলে। ডাভোস ২০২০-র পুরস্কার প্রাপকদের তালিকায় ভারতীয় হিসাবে একমাত্র তাঁরই নাম ছিল। ‘ক্রিস্টাল অ্যাওয়ার্ড’- এ সন্মানিত হওয়ার পর দীপিকা জানান, ৩০০ মিলিয়নেরও বেশী মানুষ মানসিক অসুস্থতা ও অবসাদে ভুগছেন। মানসিক এই সমস্যা ধীরে ধীরে গোটা পৃথিবীতে ভয়াবহ আকার ধারণ করছে।

এক সময় নিজেও মানসিক অবসাদের স্বীকার হয়েছিলেন নায়িকা। অবসাদ এতটাই গভীর ভাবে গ্রাস করেছিল তাঁকে যে প্রভাব ফেলেছিল তাঁর ফিল্ম কেরিয়ারেও। পরবর্তীকালে অবসাদ কাটিয়ে উঠে একাধিকবার বিভিন্ন সাক্ষাৎকারে নিজের অবসাদের অভিজ্ঞতা জানিয়েছেন দীপিকা। এরপর থেকেই মানসিক অবসাদের সচেতনতার জন্য প্রচার শুরু করেন দীপিকা। তৈরী করেছেন নিজের একটি সংস্থাও, নামকরণ করেন ‘লিভ লাভ লাফ ফাউন্ডেশন’।

‘এটা খুব স্পষ্ট যে আমাদের আগের থেকে অনেক বেশী করে সমস্ত মানসিক হতাশা ও অবসাদের বিরুদ্ধে কাজ করতে হবে। মানসিক রোগ অনেক সময়ই উপেক্ষিত হয়। আমি এই পুরস্কার পেয়ে সম্মানিত। এই ‘ক্রিস্টাল অ্যাওয়ার্ড’ তাঁদের জন্য যাঁরা জীবনের কোনও না কোনও সময় অবসাদ, উদ্বেগ, হতাশা বা অন্যান্য মানসিক সমস্যার মধ্যে দিয়ে গিয়েছেন’ বলেন দীপিকা।

আগামী দিনে মেঘনা গুলজার পরিচালিত ‘ছপক’ ছবিতে দেখা যাবে দীপিকাকে। অ্যাসিড আক্রান্ত লক্ষী আগরওয়ালের চরিত্রে অভিনয় করবেন দীপিকা। ছবিতে তাঁর চরিত্রের নাম মালতী। ইতিমধ্যেই সামনে এসেছে ছবির ট্রেলার। নেটিজেনদের অগাধ প্রশংসা কুড়িয়েছে তা ইতিমধ্যেই। এছাড়াও কপিল দেবেল বায়োপিক-এ কপিলের স্ত্রী রোমির ভূমিকায় দেখা যাবে তাঁকে। কপিল দেবের ভূমিকায় দেখা যাবে দীপিকার স্বামী ও বলিউডের অন্যতম অভিনেতা রণবীর সিংহকে।