শনিবার সচিন ট্যুইট করে জানান, চেন্নাইয়ে একটি টেস্ট ম্যাচ চলাকালীন তাজ করমন্ডল হোটেলের এক কর্মীর সঙ্গে এলবো গার্ডের সমস্যা নিয়ে আলোচনা করেন তিনি। ওই কর্মীই তাঁকে বলেন, আর্ম-গার্ড পরলেই তাঁর ব্যাটের স্যুইং বদলে যায়। এরপরেই এলবো গার্ডের মাপ, প্যাডিং, স্ট্র্যাপে বদল আনেন তিনি। সচিন যাঁকে খুঁজছিলেন, সেই কর্মীর সন্ধান দিল চেন্নাইয়ের হোটেল
Web Desk, ABP Ananda | 16 Dec 2019 11:09 AM (IST)
হোটেলের পক্ষ থেকে ট্যুইট করে জানানো হয়েছে, ওই কর্মীর সঙ্গে সচিনের সাক্ষাতের ব্যবস্থা করে দেওয়া যেতে পারে।
চেন্নাই: তাজ করমন্ডল হোটেলের যে কর্মীকে খুঁজছিলেন সচিন তেন্ডুলকর, তাঁর সন্ধান পাওয়া গেল। হোটেলের পক্ষ থেকে ট্যুইট করে জানানো হয়েছে, ওই কর্মীর সঙ্গে সচিনের সাক্ষাতের ব্যবস্থা করে দেওয়া যেতে পারে।