কলকাতা: পায়ে পায়ে এক বছর পেরিয়ে এলেন দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)। মাতৃত্বের। আজ দীপিকা পাড়ুকোনের কন্যা দুয়া (Dua)-র জন্মদিন। ১ বছর আগে, আজকের দিনেই দীপিকা আর রণবীর সিংহের (Ranveer Singh)-এর কোল আলো করে এসেছিল, ছোট্ট দুয়া। এখনও পর্যন্ত কন্যা দুয়া-র ছবি প্রকাশ্যে আনেননি তাঁরা। তবে দীপিকা মেয়েকে যথেষ্ট সময় দিতে যে তৎপর, তা তিনি প্রমাণ করেছেন বারে বারেই। আর তাই, মেয়ের জন্মদিনে কী করলেন দীপিকা?
মেয়ের জন্মদিনে একটি চকোলেট কেক তৈরি করেছেন দীপিকা। নিজের হাতে নায়িকা কেক বানিয়েছেন। মেয়েকে সময় দেওয়ার জন্য একের পর এক ছবি ছেড়েছেন দীপিকা। আর সেই মেয়ের জন্মদিনে তিনি বিশেষ কিছু করবেন না তাও কি হয়? দীপিকা একটি চকোলেট কেক তৈরি করেছেন। তার ওপরে একটা মোমবাতি। সেই কেকের ছবি শেয়ার করে দীপিকা লিখেছেন, 'আমার ভালবাসার ভাষা? আমার মেয়ের জন্মদিনে তার জন্য কেক বেক করা।' অর্থাৎ, কোনও বাহারি কেক নয়, দীপিকা নিজের হাতে কেক বানিয়েছেন মেয়ে দুয়া-র জন্য।
সোশ্যাল মিডিয়ায় এখন জন্মের পরে সন্তানের ছবি ভাগ না করে নেওয়াটাই দস্তুর। এই পথে প্রথম হেঁটেছিলেন অনুষ্কা শর্মা (Anushka Sharma)। ভামিকার জন্মের পরে সোশ্যাল মিডিয়ায় কোনও ছবি শেয়ার করে নেননি তাঁরা। এখনও পর্যন্ত ভামিকা আর পুত্র অকায়কে পাপারাৎজিদের থেকে দূরেই রেখেছেন তাঁরা। আর এবার দীপিকা পাড়ুকোনে। জন্মের পরেই কন্যাসন্তানের কোনও ছবি প্রকাশ্যে আনেননি তাঁরা। জন্মের বেশ কিছুদিন পরে, যখন খুদের নাম ঠিক হয়, সেই নাম জানানোর জন্য দীপিকা শেয়ার করে নিয়েছিলেন একরত্তির দুটি পায়ের ছবি। লাল মখমলের বাঁধনি কাপড়ের ওপর শোয়ানো সেই পায়ে জড়ির কাজ করা পাজামা পরানো ছিল। দীপিকা মেয়ের নাম রেখেছেন দুয়া। হিন্দিতে 'দুয়া' শব্দের বাংলা অর্থ আশীর্বাদ। মেয়ে যে তাঁদের কাছে আশীর্বাদের মতোই, সেই বার্তা দিতেই এই নাম রেখেছেন দীপিকা।
দুয়ার জন্মের পরে, কোনও সিনেমার শ্যুটিং এখনও পর্যন্ত শুরু না করলেও, ধীরে ধীরে কাজে ফিরেছেন দীপিকা। একাধিক ফ্যাশন শ্যুট সেরেছেন তিনি।