কলকাতা: পরিবারের সবাই ব্যাডমিন্টন খেলতেন, আর তাই তিনিও যেন জানতেই, এই খেলাই তাঁর ধ্যানজ্ঞান ভবিষ্যৎ। ছোট থেকেই বন্ধুদের সঙ্গে বেশি মিশতে পারতেন না। পড়াশোনা আর খেলা, এই নিয়েই শৈশব কাটত তাঁর। সেই মেয়ে যে হঠাৎ ব্যাডমিন্টনের ব়্যাকেট ছেড়ে লাইটস, ক্যামেরা, অ্যাকশনের দুনিয়ায় পা রাখবেন, তা বোঝেননি কেউই। 


তিনি দীপিকা পাড়ুকোন। বলিউডের প্রথম সারির এই অভিনেত্রীর আজ জন্মদিন। ১৯৮৬ সালে ডেনমার্কে জন্ম হয় দীপিকার। বাবা প্রকাশ পাড়ুকোন নামকরা ব্যাডমিন্টন খেলোয়াড়। শুধু তিনিই নন, পরিবারের সবাই কোনও না কোনওভাবে খেলার সঙ্গে যুক্ত। দীপিকাও ছোটবেলা থেকে ধ্যানজ্ঞান করেছিলেন ব্যাডমিন্টনকেই। একবার একটি সাক্ষাৎকারে দীপিকা বলেন, 'ভোর ৫টায় আমার দিন শুরু হত। সকালে উঠে শরীরচর্চা করতে যেতাম। ফিরে এসেই স্কুলে চলে যেতাম। বিকেলে স্কুল থেকে ফিরে ব্যাডমিন্টন অনুশীলন করতে যেতাম। তারপর হোমওয়ার্ক করে ঘুমিয়ে পড়তাম। এটাই ছিল আমার সারাদিনের রুটিন।' বন্ধুদের সঙ্গে মিশতে পারতেন না তেমন, তাই দীপিকার বন্ধু সংখ্যাও ছিল সীমিত। 


কিন্তু একটু বড় হওয়ার পরে দীপিকা বুঝতে পারেন, তাঁর লক্ষ্য বোধহয় সাদা কালো ব্যাডমিন্টন ব়্যাকেটে বাঁধা নয়। রঙিন জগত হাতছানি দেয় তাঁকে। দীপিকা বুঝতে পারেন, কেবল পারিবারিক খেলা বলেই ব্যাডমিন্টন খেলছেন তিনি। তবে কেবল ব্যাডমিন্টন নয়, দীপিকা বেসবলও খেলতে পারতেন। স্কুলে পুরস্কারও জিতেছেন একাধিক। 


আরও পড়ুন: Shah Rukh Khan on Deepika's Birthday: 'প্রিয় দীপিকা..' বার্থ ডে গার্লকে খোলা চিঠি শাহরুখ খানের


দশম শ্রেণীতে দীপিকা সিদ্ধান্ত নেন, খেলা নয়, মডেলিং করবেন তিনি। বাবাকে গিয়ে সেকথা জানান। একটু অবাক হলেও বাধা দেননি প্রকাশ পাড়ুকোন। মেয়ের যা ইচ্ছা, সেটাই করতে দেন তাঁকে। ২০০৪ সালে খেলা ছেড়ে মডেলিং শুরু করে দীপিকা। প্রথমে বিজ্ঞাপনে অভিনয় দিয়েই কেরিয়ারের শুরু করেছিলেন তিনি। 


২০০৫ সালে ল্যাকমে ফ্যাশন উইকে ডেবিউ করেন দীপিকা। নজর কাড়েন বছরের সেরা মডেল হিসেবে। এরপর অনুপম খেরের অ্যাকাডেমিতে কিছুদিন অভিনয়ের শিক্ষা নেন দীপিকা। একটি মিউজিক ভিডিওতেও অভিনয় করেন তিনি। আর সেখান থএকেই তিনি নজর কাড়েন ফারহা খানের। নিজের ছবিতে তাঁকে ব্রেক দেন ফারহা। 'ওম শান্তি ওম' (Om Shanti Om)। তার পরের গল্পটা সবার জানা। আর পিছন ফিরে তাকাতে হয়নি দীপিকাকে। প্রত্যেকটা বছর আর ক্ষুরধার হয়েছে তাঁর অভিনয়, বারে বারে দর্শকদের মন জয় করেছেন তিনি। 


বলিউডের 'পদ্মাবত'-কে এবিপি লাইভের পক্ষ থেকে জন্মদিনের শুভেচ্ছা।