কলকাতা: সামনেই মুক্তি পাচ্ছে বহু প্রতিক্ষীত ছবি। আর আজ সেই ছবিরই নায়িকার জন্মদিন। এই দিনে ছবির নায়ক কিং খান শুভেচ্ছা জানাবেন না, তাও কি হয়! আজ দীপিকা পাড়ুকোনের জন্মদিন (Deepika Padukone Birthday)। সোশ্যাল মিডিয়ায় 'পাঠান' (Pathaan) থেকে নতুন ছবি শেয়ার করে জন্মদিনের শুভেচ্ছা জানালেন শাহরুখ খান (Shah Rukh Khan)।                                                     


আজ সোশ্যাল মিডিয়ায় দীপিকার একটি ছবি শেয়ার করেছেন শাহরুখ। গাঢ় শ্যাওলা রঙের আঁটসাট পোশাক, হাতে বন্দুক, কপাল দিয়ে গড়িয়ে পড়ছে রক্ত। দীপিকার এই লুকের ছবি শেয়ার করে শাহরুখ লিখেছেন, 'আমার প্রিয় দীপিকা, তুমি নিজের প্রতিটা চরিত্রে পর্দায় ঝলমলিয়ে ওঠো। তোমায় নিয়ে সবসময় গর্ব হয়। সাফল্যের নতুন শিখর ছোঁও তুমি এই কামনা। শুভ জন্মদিন। অনেক ভালবাসা।'


আরও পড়ুন: Besharam Rang Row: 'বেশরম রং' গানের কোন কোন দৃশ্যে কাঁচি চলবে?


জন্মদিনের শুভেচ্ছার শেষে শাহরুখ উল্লেখ করতে ভোলেন না 'পাঠান' এর মুক্তির তারিখ। তিনি লেখেন, ২৫ জানুয়ারি হিন্দি, তামিল ও তেলুগুতে মুক্তি পাচ্ছে এই ছবি। 


 





                                                                                                                                      


দীপিকার এই একই ছবি শেয়ার করে অভিনেত্রীকে শুভেচ্ছা জানান সহ অভিনেতা জন আব্রাহাম (John Abraham)-ও। তিনি লেখেনে, 'শুভ জন্মদিন দীপিকা পাড়ুকোন। নতুন বছরে অনেক সাফল্য পাও।'