কলকাতা: তাঁর এই সিদ্ধান্ত নিয়ে বিস্তর জলঘোলা হয়েছিল বলিউডে, এমনকি অন্যান্য ইন্ডাস্ট্রিতেও! শোনা গিয়েছে, এই ঘটনার জন্য নাকি নায়িকার হাতছাড়া হয়েছে বড় সিনেমাও! আর এবার, প্রথম একটি সাক্ষাৎকারে এই বিষয় নিয়ে মুখ খুললেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)। শোনা যায়, সন্দীপ রেড্ডি বঙ্গা (Sandeep Reddy Vanga)-র নতুন সিনেমা 'স্পিরিট' এবং নাগ অশ্বিনের সিনেমা 'কল্কি ২'-সিনেমা দুটি নাকি হাতছাড়া হয়েছে দীপিকার। সন্দীপ রেড্ডি বঙ্গার সিনেমাটি হাতছাড়া হওয়ার কারণ নাকি দীপিকার শিফটের দাবি! দীপিকা জানিয়েছেন, তিনি দিনে ৮ ঘণ্টার বেশি কাজ করবেন না। এছাড়াও নাকি একাধিক দাবি জানিয়েছিলেন দীপিকা যা সন্দীপ রেড্ডি বঙ্গার 'অতিরিক্ত' বলে মনে হয়েছে। সেই কারণেই, সিনেমার নায়িকা বদল। আর এবার, এই বিষয় নিয়ে মুখ খুললেন দীপিকা। 

Continues below advertisement

অভিনেত্রী সদ্য দেওয়া একটি সাক্ষাৎকারে জানিয়েছেন, তিনিই যে প্রথম ৮ ঘণ্টা শিফটের দাবি করেছেন, এমনটা নয়। দীপিকার দাবি, এমন অনেক নায়ক রয়েছেন, যাঁরা দিনে ৮ ঘণ্টার বেশি কখনোই কাজ করেন না। শুধু তাই নয়, তাঁরা নাকি সপ্তাহে কাজ করেন মাত্র ৫ দিন। শনি ও রবিবার কাজ করেন না সেই সব নায়কেরা, ছুটিতে থাকেন। দীপিকা জানিয়েছেন, তিনি সেই সমস্ত নায়কের নাম প্রকাশ্যে বলতে চান না, তবে সেই সমস্ত নায়কেরা যে ৮ ঘণ্টা কাজ করেন, তা কখনও শিরোনামে আসে না। তিনি একজন মহিলা হয়ে ৮ ঘণ্টা কাজের দাবি জানিয়েছেন বলেই নাকি এত তোলপাড়। 

দীপিকা বলেন, 'আমরা একটা ইন্ডাস্ট্রি হিসেবে কাজ করি। তবে এখন সময় এসেছে ইন্ডাস্ট্রির মধ্যে বেশ কিছু নিয়ম-রীতিকে সংস্কৃতিতে পরিণত করার।' এদিন, 'কল্কি' সিনেমা থেকে বেরিয়ে যাওয়া নিয়েও মুখ খোলেন দীপিকা। তিনি জানিয়েছেন, মেয়ে দুয়ার সঙ্গে বেশি সময় কাটাবেন বলেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। শুধু তাই নয়, দীপিকা এও বলেছেন, তিনি পরিচালক ও প্রযোজনা সংস্থার কাছে কিছু দাবি দাওয়া রেখেছিলেন। সেগুলি মানা হয়নি বলেই ছবি থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন দীপিকা। 

Continues below advertisement

অন্যদিকে, প্রযোজনা সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, দীপিকা আর 'কল্কি ২'-এর অংশ নন। যদিও অনেকেই মনে করেছিলেন যে, দীপিকা এই ছবির এমনই একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন যে, তাঁকে ছাড়া এই সিনেমার দ্বিতীয় ভাগ হওয়া অসম্ভব! দুয়ার জন্মের পরে, দীপিকা কাজ থেকে বিরতি নিতে চাওয়ায়, এই সিনেমার দ্বিতীয় ভাগের শ্যুটিং ও পিছিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু অবেশেষে, এই সিনেমার আর অংশই হচ্ছেন না দীপিকা।