নয়াদিল্লি: বন্ধুর বিয়েতে গিয়েছিলেন। সেখানে আনন্দ-হুল্লোড়ে মেতেছিলেন তিনি। এভাবে হুল্লোড়ের পর অসুস্থ হয়ে পড়লেন তিনি। ইনস্টাগ্রামে তাঁর সাম্প্রতিক একটি পোস্ট দেখে এমনই মনে হচ্ছে। সম্প্রতি ওম শান্তি ওম অভিনেত্রী তাঁর বন্ধুর বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন। সেখানে জমিয়ে মজা করেছেন তিনি। সোমবার অভিনেত্রী ইনস্টাগ্রামে একটি সেলফি পোস্ট করেছেন, যেখানে তাঁকে বিনা মেকাপ লুকে পরিশ্রান্ত মনে হয়েছে। ক্যাপশনে লিখেছেন, যখন প্রিয় বন্ধুর বিয়েতে খুব বেশি মজা করা হয়! আর এই ছবি দেখে মনে করা হচ্ছে, বিয়ের অনুষ্ঠানের আনন্দ-হুল্লোড়ের ধকল তাঁর চোখে-মুখে ধরা পড়েছে। ছবিতে মুখে থার্মোমিটার নিয়ে দেখা যাচ্ছে তাঁকে। দেখে মনে হচ্ছে, জ্বর হয়েছে তাঁর।
বলিউড ডিভা তাঁর স্বামী রণবীর সিংহর সঙ্গে হায়দরাবাদে বন্ধুর বিয়েতে যোগ দেন। বিয়ের অনুষ্ঠানে দীপিকা ও রণবীরের ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে।অনুষ্ঠানে সোনালি শাড়িতে দীপিকাকে দারুণ দেখিয়েছে। ভিডিও ও ছবিকে দীপিকাকে তাঁর বোন আনিশা পাড়ুকোনের সঙ্গে দেখা গিয়েছে। কয়েকটি ভিডিওতে রণবীরকে সঙ্গীত অনুষ্ঠানে নাচতে দেখা গিয়েছে। একটি ভিডিওতে রণবীরের সিনেমার গান গাল্লা গুড়িয়াঁ-তে বলিউড দম্পতিকে জমিয়ে নাচতে দেখা গিয়েছে।